গত ২২ মে, ২০২৪ রাজধানীর মুগদায় প্রজেক্ট  ক্যাম্পেইন ‘পূর্ব-পশ্চিম’ এর ১৪তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাদের সকলকে সার্টিফিকেট এবং রেশন প্যাকেজ প্রদান করা হয়৷ এই ব্যাচে ৮ জন ভাসমান যৌনকর্মীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

ক্যাম্পেইনজুড়ে আর্থিক সহযোগিতা প্রদান করেছে কেকে ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতায় ছিলো কল্যাণময়ী নারী সংঘ।

উল্লেখ্য, প্রজেক্ট লড়াই’র ক্যাম্পেইন “পূর্ব-পশ্চিম” ভাসমান যৌনকর্মীদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে তাদের নতুন কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করে দিচ্ছে, যাতে করে দারিদ্র‍্য থেকে মুক্ত হয়ে উনারা সমাজের মূলধারায় বাস করতে পারেন। 

#PurboPoschim

#ProjectLorai

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে