দক্ষিন-পূর্বাঞ্চলের তিন পার্বত্য জেলা– রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জুড়ে ‘ম্যালেরিয়া’ যেমন এক ভয়াবহ আতঙ্কের নাম, ঠিক তেমনই টাইফয়েড, কলেরা কিংবা আমাশয়ের মত পানিবাহিত রোগগুলোও স্থানীয় বাসিন্দাদের কাছে অভিশাপের সমান।
পার্বত্যাঞ্চলের বাসিন্দাদের এই দুর্দশার অবসান করতে ‘প্রজেক্ট অম্বু’ গত কয়েকবছর থেকে সেখানে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আমরা এবার খাগড়াছড়িতে সোলার সাবমারসিবল পাম্প বসানোর পরিকল্পনা করেছি।
সাবমারসিবল পাম্প দিয়ে পানি এসে পাইপের মাধ্যমে ট্যাংকে জমা হবে। এবং এই পাম্পটি চলবে সৌরশক্তির মাধ্যমে। এই প্রক্রিয়াটি চৌবাচ্চা কিংবা জলাধারের চেয়ে বেশ সাশ্রয়ী এবং টিউবয়েলের চেয়ে দীর্ঘস্থায়ী। তাছাড়া এই পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে পাড়ায় বসবাসরত আদিবাসীরা সহজেই নিজেদের আবাসস্থলের কাছাকাছি নির্দিষ্ট স্থান থেকে পানি সংগ্রহ করতে পারবে। যা তাদের সময়ক্ষেপণ রোধ করবে এবং দৈনন্দিন জীবনকে সহজ করার পাশাপাশি বিশুদ্ধ পানির নিশ্চয়তা দান করবে।
#ProjectOmbu
#SafeWaterForAll
#SafeWaterSafeFuture