The Challenges Children of Sex Worker Face in Accesiing Education

The government of Bangladesh, as an enthusiastic signatory, committed to the achievement of Education For All (EFA) at the World Education Forum held in Dakar, Senegal in April 2000. However, children living in brothels have disproportionately limited access to education in Bangladesh (UNICEF, 2009).

 

Providing education to the children of sex workers is a strenuous task in the Bangladeshi context. Barriers arise from society, the local community, and the brothel itself. These children are often cruelly teased about their mother’s profession, and their birth identity makes it difficult for them to even enroll in school. Some mothers struggle to manage their child’s educational expenses, such as tuition fees and the cost of study materials. These factors restrict the children from pursuing their studies, ultimately limiting their access to education.

 

From the very beginning, Project Pothchola has worked tirelessly to reintegrate underprivileged children, especially those born to sex workers, into mainstream society. Through our Child Sponsorship Program, we support their education and well-being by providing cultural enrichment, social security, and essential physical facilities. Our sponsors contribute to the financial and developmental needs of these children, ensuring they have access to quality education. From enrolling them in school to covering their educational expenses, we offer holistic support while keeping them safe in our shelters.

 

We envision a future where no children have to face any societal barriers in accessing their basic right to education, whether due to their birth identity or any financial limitations.

 

#ProjectPothchola

#SocioEmotionalLearning

#ForwardToFuture

 

সেলাই প্রশিক্ষণার্থী যৌনকর্মীদের জন্য মেডিকেল চেকাপঃ সার্বিক উন্নয়নকল্পের অবিচ্ছেদ্য অংশ

সাধারণত যৌনপেশায় যুক্ত নারীরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জটিল সমস্যায় পড়েন শুধুমাত্র সঠিক তথ্য না জানার জন্য। অনেকে যোনিপথে বিভিন্ন সংক্রমণ এর শিকার হন, অনেকে জরায়ু ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হন। 

 

গিভ বাংলাদেশ ফাউন্ডেশন পরিচালিত প্রজেক্ট লড়াই ২০২১ সাল থেকে ভাসমান যৌনকর্মীদের ক্যাম্পেইন “পূর্ব পশ্চিমের” আওতায় এনে তাদের প্রজনন স্বাস্থ্যকে সুরক্ষিত করার লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর মেডিকেল চেকআপের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত দিক নির্দেশনা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ জুন ঢাকার মুগদায় আটজন যৌনকর্মীদের নিয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা সেবার পাশাপাশি তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে তাদেরকে নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধ সামগ্রীও প্রদান করা হয়। 

 

সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে আশা করি পাশেই থাকবেন।

 

#PurboPoschim

#ProjectLorai

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Celebrating Menstrual Hygiene Champions in Chittagong

We are thrilled to share the glimpses from the recent successful graduation ceremony for our amazing Regional Representatives!

At Project Konna, we are dedicated to sensitizing Bangladeshi youth about Menstrual Health and Hygiene (MHM). Our mission is to equip the next generation with the knowledge and tools they need to break the silence and create a future where menstruation is no longer a barrier. This vision came to life as we celebrated 14 incredible university students from CU and AUW who have become true champions for MHM working for local communities.

 

Throughout their journey, our Regional Representatives led impactful initiatives, from workshops and awareness campaigns to addressing access issues in marginalized areas. Their commitment and passion have brought a deeper understanding of the MHM challenges faced by many and have inspired positive change. The graduation ceremony was a momentous occasion, shining a spotlight on their tireless efforts and presenting awards to recognize their outstanding achievements.

 

#ProjectKonna

#BreaktheTabboo

#GiveBangladesh 

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

মতবিনিময় সভাঃ ডুমুরিয়াবাসী প্রস্তুত হচ্ছে প্রজেক্ট অক্সিজেন ৪.০ এর জন্য

গত ২১শে জুন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও মাগুরখালী ইউনিয়নের স্থানীয় প্রশাসন (ইউনিয়ন পরিষদ), শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, ধর্মীয় নেতা (ইমাম-পুরোহিত) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব- সর্বোপরি উক্ত দুই ইউনিয়নের সমাজের সকল স্তরের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

 

কর্মসূচী সম্বন্ধে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে স্থানীয় জগগণের মতামত ও পর্যবেক্ষণ উঠে আসে। বৃক্ষরোপণ ও সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। 

 

প্রজেক্ট অক্সিজেন ৪.০ নিয়ে এলাকার শিক্ষার্থীদের কেন্দ্র করে বড় আকারের পরিকল্পনা করছি আমরা। বিস্তারিত আসছে!

 

#শক্তকরিবাংলাদেশ

#ShoktoKoriBangladesh

#ProjectOxygen

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে 

Project Pothchola continues to facilitate marginalized children of Joy Shokol Shishu Shelter home

যৌনপল্লীতে জন্ম নেওয়া একটি শিশুর বেড়ে ওঠা অন্য পাঁচটা স্বাভাবিক শিশুর মত নয়। তারা জানে না সুস্বাস্থ্য কী এমনকি তাদের নিজেদের শারীরিক স্বাস্থ্য বিকাশের নেই পর্যাপ্ত সুযোগ। যার ফলস্বরুপ তারা রয়ে যায় অজ্ঞতার বেড়াজালে।

 

যৌনকর্মীর শিশুদের মৌলিক চাহিদা পূরণ ও অন্যান্য সহায়ক সুবিধা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘গিভ বাংলাদেশ’ কর্তৃক পরিচালিত ‘প্রজেক্ট পথচলা’। স্বল্প সময়ের মধ্যেই ১০ জন যৌনকর্মীর শিশুকে “জয় সকল শিশুর” নামক একটি নিরাপদ আবাসস্থলের ঠিকানা করে দেয়া হয়েছে যেখানে সমাজের অন্যান্য সুবিধাবঞ্চিত শ্রেণির শিশুদের সাথে হৈ-হুল্লোড় এর মধ্য দিয়ে বড় হচ্ছে আমাদের শিশুরা,শিখছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়।

 

গত ৮ ই জুন ২০২৪,জয় সকল শিশুর শেল্টার হোমে পিরিয়ডকালীন পরিছন্নতা সহ নিত্যদিনকার পরিছন্নতা সম্পর্কিত একটি সেশনের আয়োজন করা হয়। শিশুদের মধ্য হতে প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে তাদের কাছে নিজস্ব পরিচ্ছন্নতা কী এবং সবাই নিজেকে পরিষ্কার রাখতে কী কী করে তা সম্পর্কে ধারণা লাভের মাধ্যমে সেশন শুরু করা হয়। পরবর্তীতে খেলার ছলে শিখনের উদ্দেশ্যে বিভিন্ন ফান গেইম ও গ্রুপ বেইজড এক্টিভিটিস এর মাধ্যমে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে, ব্যক্তিকেন্দ্রিক পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে তাদের অবগত করা হয় যেনো তারা নিজেদের পরিষ্কার রাখার পাশাপাশি তাদের বন্ধুদেরও সচেতন করতে পারে।

 

#ProjectPothchola

#SocioEmotionalLearning

#Forwardtofuture

#দেশেরপ্রতিটিপ্রান্তে

#Givebangladesh 

 

ঘূর্নিঘড়-উপদ্রুত উপকূলীয় এলাকায় ২০০ পরিবারের জন্য কুরবানি অনুষ্ঠিত

মুসলিম বিশ্বের জন্য ত্যাগের মহিমা ও কল্যাণ বয়ে নিয়ে আসে ঈদ-উল-আজহা। কুরবানীর সুবাদে অসচ্ছল পরিবারগুলোরও বছরে একবার গোশত খাওয়ার সুযোগ হয়। বিত্তবানদের সাথে দরিদ্ররাও এই উৎসবে শামিল হতে পারে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যখন জীবন এলোমেলো করে দিয়ে যায়, সবার এই সৌভাগ্যটুকুও হয়ত হয়ে ওঠে না। খুলনার পাইকগাছা ও কয়রায় থাকা ঘুর্ণিঝড় ‘রেমাল’-এ ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারগুলো ঈদের এই সুন্দর দিনটিও এমনই দুরবস্থায় কাটাচ্ছে। 

 

তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন পশু কোরবানীর পর কোরবানীর গোশত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। ঈদের দিন একটি গরু এবং একটি খাসি কোরবানীর পর খুলনার কয়রা উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে গোশত বিতরণ করা হয়। Bangladesh Emergency Action Against COVID-19 (BEACON) -এর সহযোগিতা এবং Manob Kollan Unit-MKU -এর বাস্তবায়নে উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়। ঈদের খুশিকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আমাদের এই যাত্রায় পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। 

 

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

#Qurbani

#কুরবানী

“Uncharted Red Waters” takes a broader approach to Weiss-Wolf’s framework and define ‘Menstrual Equity’

একজন নারীর জন্য আর পাঁচটা শারীরবৃত্তীয় কাজের মতো পিরিয়ডও একটি। নিয়মিত মাসিক হওয়া যেখানে নারীর সুস্বাস্থ্যের লক্ষণ, সেখানে আজ এই সময়ে এসেও পিরিয়ড নিয়ে আলাপ- আলোচনায় চলে আসে জড়তা, আসে নানা বাধা-বিপত্তি ও কুসংস্কার। মাসিক স্বাস্থ্যবিধি সম্বন্ধে জানা ও মানা নিয়ে যেখানে মূলধারার নারীদেরই পোহাতে হয় হাজারটা ঝঞ্জাট, সেখানে চিন্তা করুন জন্মান্ধ কিংবা ক্ষীণদৃষ্টি একজন কিশোরীর মাসিককালীন ভোগান্তির কথা। 

 

একজন সাধারন কিশোরী তার মা, বড়বোন কিংবা পরিবারের কারো থেকে, অথবা পাঠ্যপুস্তক থেকে মাসিক সম্বন্ধে প্রাকধারণা পায়। ফলস্বরূপ প্রথম দিনটায় সে ভড়কে যায় না, মানসিকভাবে কিছুটা হলেও প্রস্তুত থাকে। অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধকতার কারণে দৃষ্টিজয়ী কিশোরীরা স্বভাবতই চাপা স্বভাবের হয়। সোশ্যাল ইন্টারেকশন এর ক্ষেত্রে পিছিয়ে থাকার দরুন মাসিকের ব্যাপারে তেমন কিছু জানা থাকে না। বই থেকে জানারও কোন উপায় নেই, কারণ মাসিক সম্বন্ধিত ব্রেইল বইয়ের অপ্রতুলতা। সুতরাং তাদের মাসিককালীন সময়টা দুর্বিষহ হয়ে ওঠে; যার প্রভাব দেখা যায় দৈনন্দিন কাজকর্ম ও মানসিক স্বাস্থ্যে। এক্ষেত্রে পরিবারের কাছের সদস্য কিংবা স্কুলের শিক্ষিকারা যদি খোলামেলা আলোচনা করেন তাহলে বিষয়টা অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। 

 

মাসিক সমতা বা মেন্সট্রুয়াল ইকুইটি নিশ্চিত করা যাবে তখনই, যখন এই ধারণাটি হবে ইনক্লুসিভ- অর্থাৎ অর্থনৈতিক, রাজনৈতিক এবং জাতিগত পরিচয় নির্বিশেষে  সমাজের সকল স্তরের নারীর মাসিক শিক্ষা, পণ্য, যত্ন, স্বাস্থ্যসেবা, পানি এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব হবে।  ইতোমধ্যে গিভ বাংলাদেশের প্রজেক্ট কন্যা আয়োজিত ইভেন্ট ‘দ্যুতি’র মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মাসিক স্বাস্থ্য সচেতনতামূলক ব্রেইল বই ও প্রয়োজনীয় পিরিয়ড সাপ্লাই বিতরণ করা হয়েছে। আয়োজন করা হয়েছে মাসিক স্বাস্থ্যজ্ঞান নিয়ে ওয়ার্কশপের। 

 

সম্প্রতি গিভ বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করছে “আনচার্টেড রেড ওয়াটার্সঃ এক্সপ্লোরিং মেনস্ট্রুয়াল ইক্যুইটি অফ সিলেক্টেড মার্জিনালাইজড কমিউনিটিজ ইন বাংলাদেশ থ্রু পলিসি অ্যান্ড অ্যাকশন” নামে নতুন একটি প্রকল্প নিয়ে, যার উদ্দেশ্য মাসিক-সংক্রান্ত ক্ষেত্রগুলোতে প্রান্তিক সম্প্রদায়ের নারীদের ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিত করা।

 

Period is just another physiological process for a woman. But as of today, despite regular periods being a sign of normalcy of a woman’s health, hesitations and superstition impede the discussions of period. In our country where mainstream women face complexity just to know about and maintain menstrual health, think about the hardships of a myopic or born-visually-impaired adolescent girl in her periods. 

 

Typically an adolescent girl gets the initial idea about menstruation from her mother, elder sister, other female family members or textbooks. She doesn’t get too scared during her first period, as she is somewhat ready mentally. On the contrary, visually impaired adolescent girls are, by nature, a little shy because of their physical disability. Due to the lack of exposure to social interactions, they have little to zero idea about menstruation. There’s no way to get information from books as well, because of the unavailability of braille content on menstrual health. Hence, period becomes relatively more difficult for them, the impact of which can be seen on their daily activities and mental health. In such times, if close family members or teachers hold discussions on menstruation, the matter becomes a lot easier for them.

 

Menstrual equity can be ensured only when the concept becomes inclusive– meaning that equitable access of menstrual education, supplies, care, healthcare, water and hygiene is ensured for women from all spheres of society irrespective of their social, economic, political, and ethnic identity. Give Bangladesh Foundation have already started working in this regard by distributing braille books on menstrual health awareness and necessary period supplies among visually impaired students in multiple educational institutions through the campaign ‘Dyuti’ arranged under Project Konna. Workshops on menstrual health knowledge have been held as well. 

 

In recent times, Give Bangladesh Foundation has also been working on “Uncharted Red Waters: Exploring Menstrual Equity of Selected Marginalized Communities in Bangladesh through Policy and Action”, a new project with the goal to ensure equitable access of women from marginalized communities to the period-related areas. 

 

#MenstrualEquity 

#PeriodPovertyAwareness 

#PeriodFriendlyWorld 

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে