‘তাপদাহ’ কিংবা ‘দাবদাহ’– আভিধানিক শব্দটি নিয়ে যত বিতর্কই থাকুক, এই মুহুর্তে পুরো দেশের মানুষ যে অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে তা সমস্ত মতভিন্নতার ঊর্ধ্বে। তীব্র তাপপ্রবাহে মানুষের প্রাণ যেখানে ওষ্ঠাগত, সেখানে আক্ষরিক কিংবা ভাবার্থের এসব বৈপরীত্য মূল্যহীন। 

বর্তমানে আবহাওয়ার এই প্রতিকূলতার সাথে ‘প্রজেক্ট পথচলা’র খুদে সদস্যদের পরিচয় করিয়ে দেয়াই ছিল এবারের সেশনের মূল লক্ষ্য। বিভিন্ন ধরনের উপভোগ্য ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে বাচ্চাদেরকে তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তন ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও এরকম বিরূপ আবহাওয়ায় তাদেরকে শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব জানানো হয়।   

‘জয় সকল শিশুর’ আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রতিটি শিশুকে সমাজের মূলধারার অংশ করতে কাজ করছে ‘প্রজেক্ট পথচলা’। জীবন ও যাপনের প্রতিটি ক্ষেত্রে এসব শিশু যেন একজন “সামাজিক মানুষ’’ হিসেবে নিজেদের পরিচয় অর্জন করতে পারে, এই দীর্ঘমেয়াদী লক্ষ্য মাথায় নিয়ে প্রতিটি সেশনের আয়োজন করা হয়ে থাকে।  

#ProjectPothchola

#SocioEmotionalLearning

#Forwardtofuture