তিন বছর বয়েসী অঙ্কন সরকার তার বাবা-মায়ের সাথে ফরিদপুরে থাকে। তার বাবা একজন জেলে। মেরেকেটে হাজার দশেক টাকা মাসিক আয় হয় তাদের পরিবারের। 

গর্ভাবস্থায় অঙ্কনের মায়ের কিছু জটিলতা থাকার কারণেই হোক, বা অন্য কোনো কারণেই হোক, অঙ্কন জন্ম নেয় ঠোঁট কাটা নিয়ে। অঙ্কনের বাবা-মায়ের দুশ্চিন্তার যায়গা ছিলো মূলত দুইটি- প্রথমত, সংসারের দশ হাজার টাকা মাসিক আয়, দেশজুড়ে মাছধরার চিত্র বিবেচনায় নিলে যেটা কিনা সহসা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এই টাকায় যেখানে সংসারের খাওয়া-পরার খরচ জোগানোই দায়, সেখানে অঙ্কনের চিকিৎসা কখনোই করা হয়ে উঠবে না। 

আর দ্বিতীয়ত, চিকিৎসা না পেয়ে অন্য দশটি শিশু থেকে আলাদা হয়ে বড় উঠতে হলে অঙ্কনের মধ্যে দীর্ঘমেয়াদী হীনমন্যতা থেকে যায় কিনা।

প্রান্তিক শিশু অঙ্কনের জন্মগত ঠোঁট কাটা রোগের অস্ত্রোপচার “থাউজেন্ড স্মাইলস” ক্যাম্পেইন কর্তৃক ‘ফরিদপুর ইসলামি ব্যাঙ্ক কমিউনিটি হাসপাতালে গত ২৩ আগস্ট, ২০২৩ তারিখে সম্পন্ন করা হয়। একই ক্যাম্পে অঙ্কনসহ মোট ১০ জন শিশুর অস্ত্রোপচারে পৃষ্ঠপোষক হিসেবে ছিলো SP Group। 

অঙ্কনের মুখে অনিন্দ্য সুন্দর হাসি ফোটানো সম্ভব হয়েছে, আর শিশুর মুখের হাসিই তার বাবা-মায়ের হাসি। চিকিৎসক, পৃষ্ঠপোষকগণ এবং ক্যাম্পেইনের স্বেচ্ছাসেবী টীমের সর্বাত্মক প্রচেষ্টায় দেশজুড়ে এমন হাজারো অঙ্কন এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।

#CampaignThousandSmiles

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে