Another Surgery Camp Successfully Executed: 78 Children Treated to Date

“দুধ ন হাওয়াই আর পোলারে মারি ফালাইত হইয়্যি”, বলছিলেন চকরিয়া থেকে সন্তানকে ঠোঁট কাটার অপারেশন করাতে আনা এক মা। একজন বাবা বলছিলেন, তিনি শুনেছেন তালু কাটার অপারেশন করতে গিয়ে অনেক বাচ্চা মারা যায়। চন্দ্রগ্রহণ হোক কিংবা সূর্যগ্রহণ, গর্ভাবস্থায় মা বাইরে গেলেই সন্তান ঠোঁট কাটা হবে’- এমন অনেক অনেক কুসংস্কারের কুপ্রভাবও প্রান্তিক সমাজে পুরোপুরি বিদ্যমান।

 

এসমস্ত কুসংস্কারকে পেছনে ফেলে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের ১০ জন শিশুর জন্য গত ৫ জুলাই বিনামূল্যে ঠোঁট ও তালু কাটার অপারেশন করা হয়। SP Group এর পৃষ্ঠপোষকতায় এবং Lion’s Disability Care এর বাস্তবায়নে চট্টগ্রামের Surgiscope Hospital এ আমাদের ৭ম থাউজ্যান্ড স্মাইলস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়। 

 

#CleftAwarenessMonth

#CampaignThousandSmiles

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Yet Another Child Smiled Because of You

৩ সদস্যের ছোট্ট একটা পরিবার বসবাস করে চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারে। এই পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্য মাত্র ৭ মাস বয়সী আরোশী দাশ। অন্যান্য বাচ্চার মতন আরোশীর জন্মগ্রহণ উৎসবটি হওয়ার কথা ছিলো আনন্দ আর আয়োজনে ভরপুর। অথচ বাদ সাঁধলো শিশুটির ঠোঁট কাটা এবং তালু কাটা নিয়ে জন্মানো।

আনন্দ আর আয়োজনের স্থলে জায়গা পেল প্রতিবেশীদের ভর্ৎসনা। কুসংস্কারে জর্জরিত সমাজব্যবস্থা প্রতিনিয়ত বাবা-মা কে দায়ী করতে থাকলো। তাদের বিশ্বাস, গর্ভবতী অবস্থায় সূর্যগ্রহনের সময় ঘর থেকে বের হওয়াই শিশুর এরূপ অবস্থার জন্য দায়ী। অথচ ঠোঁট কাটা বা তালু কাটা রোগ সম্পূর্নই জন্মগত ত্রুটি। 

জন্মগতভাবে এ ধরনের ত্রুটি নিয়ে আসা শিশুদের অপারেশন আমাদের দেশে একটি ব্যয়বহুল প্রক্রিয়া। ২২০০০ টাকা মাসিক আয়ের একটি পরিবারের কাছে তাই এই অপারেশন রীতিমতো অসম্ভব পর্যায়ের। আরোশীর মত নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা শিশুদের একটি স্বাভাবিক এবং সুস্থ জীবন দেয়ার লক্ষ্যে নিয়ে Campaign Thousands Smile যাত্রা শুরু করে। 

আমাদের এবারের যাত্রায় SP Group এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে গত ৫ জুলাই আরোশীর অপারেশন করা হয়। এই অপারেশনের পর আরোশী নতুন হাসি হাসছে, এবং একটা নতুন জীবনের যাত্রা শুরু করেছে।

#CampaignThousandSmile

#GiveBangladesh 

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Angkan Sarkar of Faridpur Regained His Smile; Thousand Other Awaits

তিন বছর বয়েসী অঙ্কন সরকার তার বাবা-মায়ের সাথে ফরিদপুরে থাকে। তার বাবা একজন জেলে। মেরেকেটে হাজার দশেক টাকা মাসিক আয় হয় তাদের পরিবারের। 

গর্ভাবস্থায় অঙ্কনের মায়ের কিছু জটিলতা থাকার কারণেই হোক, বা অন্য কোনো কারণেই হোক, অঙ্কন জন্ম নেয় ঠোঁট কাটা নিয়ে। অঙ্কনের বাবা-মায়ের দুশ্চিন্তার যায়গা ছিলো মূলত দুইটি- প্রথমত, সংসারের দশ হাজার টাকা মাসিক আয়, দেশজুড়ে মাছধরার চিত্র বিবেচনায় নিলে যেটা কিনা সহসা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এই টাকায় যেখানে সংসারের খাওয়া-পরার খরচ জোগানোই দায়, সেখানে অঙ্কনের চিকিৎসা কখনোই করা হয়ে উঠবে না। 

আর দ্বিতীয়ত, চিকিৎসা না পেয়ে অন্য দশটি শিশু থেকে আলাদা হয়ে বড় উঠতে হলে অঙ্কনের মধ্যে দীর্ঘমেয়াদী হীনমন্যতা থেকে যায় কিনা।

প্রান্তিক শিশু অঙ্কনের জন্মগত ঠোঁট কাটা রোগের অস্ত্রোপচার “থাউজেন্ড স্মাইলস” ক্যাম্পেইন কর্তৃক ‘ফরিদপুর ইসলামি ব্যাঙ্ক কমিউনিটি হাসপাতালে গত ২৩ আগস্ট, ২০২৩ তারিখে সম্পন্ন করা হয়। একই ক্যাম্পে অঙ্কনসহ মোট ১০ জন শিশুর অস্ত্রোপচারে পৃষ্ঠপোষক হিসেবে ছিলো SP Group। 

অঙ্কনের মুখে অনিন্দ্য সুন্দর হাসি ফোটানো সম্ভব হয়েছে, আর শিশুর মুখের হাসিই তার বাবা-মায়ের হাসি। চিকিৎসক, পৃষ্ঠপোষকগণ এবং ক্যাম্পেইনের স্বেচ্ছাসেবী টীমের সর্বাত্মক প্রচেষ্টায় দেশজুড়ে এমন হাজারো অঙ্কন এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।

#CampaignThousandSmiles

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে 

6th Surgery Camp Executed Successfully: 10 Children Cured of Clef Leap and Palate in Sylhet

ঠোঁট কাটা ও তালু কাটা মানুষের জন্মগত শারীরিক ত্রুটি গুলোর মধ্যে একটি। বিশ্বে গড়ে ৭০০ জন শিশুর মধ্যে ১ জন শিশু এ সমস্যা নিয়ে জন্মায়। 

ঠোঁট কাটা ও তালু কাটা শিশুরা বড় হবার সাথে সাথে সঠিক সময়ে চিকিৎসা না করালে শিশুর ভবিষ্যত জীবনে নানান শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যার মধ্যে খাদ্যগ্রহণে জটিলতা, ঘন ঘন শ্বাসনালির প্রদাহ, অপুষ্টিজনিত সমস্যা, শ্রবণক্ষমতা হ্রাস, দাতের সমস্যাসহ মানসিক ও শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার প্রবণতা অন্যতম। 

সঠিক সময়ে আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর ঠোঁট কাটা ও তালু কাটা ত্রুটি ঠিক করা যায়। গত ৩ মে ফ্রিডম জেনারেল হাসপাতাল, সিলেটে ‘থাউজেন্ড স্মাইলস’ ক্যাম্পেইনের ৬ষ্ঠ সার্জারি ক্যাম্প সম্পন্ন হয়।

P.N. Composite Ltd এর পৃষ্ঠপোষকতায় এই শিশুদের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে। শিশুর সুস্থ স্বাভাবিক বিকাশ ও সুন্দর সামাজিকীকরণে এই ক্যাম্পেইন শিশুদের এবং তাদের পরিবারের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

#CampaignThousandSmiles

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে