Another Surgery Camp Successfully Executed: 78 Children Treated to Date

“দুধ ন হাওয়াই আর পোলারে মারি ফালাইত হইয়্যি”, বলছিলেন চকরিয়া থেকে সন্তানকে ঠোঁট কাটার অপারেশন করাতে আনা এক মা। একজন বাবা বলছিলেন, তিনি শুনেছেন তালু কাটার অপারেশন করতে গিয়ে অনেক বাচ্চা মারা যায়। চন্দ্রগ্রহণ হোক কিংবা সূর্যগ্রহণ, গর্ভাবস্থায় মা বাইরে গেলেই সন্তান ঠোঁট কাটা হবে’- এমন অনেক অনেক কুসংস্কারের কুপ্রভাবও প্রান্তিক সমাজে পুরোপুরি বিদ্যমান।

 

এসমস্ত কুসংস্কারকে পেছনে ফেলে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের ১০ জন শিশুর জন্য গত ৫ জুলাই বিনামূল্যে ঠোঁট ও তালু কাটার অপারেশন করা হয়। SP Group এর পৃষ্ঠপোষকতায় এবং Lion’s Disability Care এর বাস্তবায়নে চট্টগ্রামের Surgiscope Hospital এ আমাদের ৭ম থাউজ্যান্ড স্মাইলস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়। 

 

#CleftAwarenessMonth

#CampaignThousandSmiles

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Problem Analysis Ongoing for Establishing Clean Water Solutions

উত্তরবঙ্গে বন্যা চলাকালীন সুপেয় পানির সংকট একটি দীর্ঘদিন ব্যাপী চলমান সমস্যা, যার সমাধানে কাজ করে যাচ্ছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের ‘প্রজেক্ট অম্বু’।

 

বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে সুপেয় পানির সু্যোগবঞ্চিত জনসংখ্যার দিক দিয়ে আমাদের অবস্থান বিশ্বে সপ্তম। প্রান্তিক জনগণের জন্য নিরাপদ খাবার পানি ব্যবস্থা করাকে লক্ষ্য রেখে ২০১৮ সাল থেকে প্রয়োজনের ভিত্তিতে ডাবল প্লার্টফর্ম টিউবওয়েল, রির্জাভয়ের, ডীপ টিউবওয়েলসহ বিভিন্ন অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিচ্ছে ‘প্রজেক্ট অম্বু’।

 

ইতোমধ্যে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জ এলাকায় ১২টি ডাবল প্লার্টফর্ম টিউবওয়েল স্থাপনের মাধ্যমে ২১৮৮টি পরিবারের( প্রায় ১০৯৪০ জন মানুষের) জন্য বছরব্যাপী খাবার পানির ব্যবস্থা করা হয়।

 

এই জেলাগুলোতে নিরাপদ পানির উৎস বৃদ্ধিতে বর্তমানে প্রব্লেম এনালাইসিস করছে প্রজেক্ট অম্বু। ফিজিবিলিটি স্টাডির সময় বেশকিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর নিয়ে কাজ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে-

 

  •  বন্যার সময়কাল
  • বিগত দশ বছরে সর্বোচ্চ পানি ওঠার রেকর্ড
  • বন্যাকালীন আশ্রয়কেন্দ্রের অবস্থান ও সংখ্যা
  • টিউবওয়েল বসানোর সম্ভাব্য স্থান
  • বন্যাকালীন পানি সংগ্রহের উৎস, ইত্যাদি

 

সুপেয় পানির সহজপ্রাপ্যতা ও পানিবাহিত রোগ থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রক্ষার্থে প্রতিজ্ঞাবদ্ধ প্রজেক্ট অম্বু উপরোক্ত বিষয়াবলিকে কেন্দ্র করে  তাদের প্রব্লেম এনালাইসিস কার্যক্রম অব্যাহত রেখেছে। 

 

শীঘ্রই উত্তরের আরো বন্যাদুর্গত এলাকায় নিরাপদ পানির দীর্ঘমেয়াদী উৎস নিয়ে পৌঁছে যাবো আমরা। পাশেই থাকবেন। 

 

#ProjectOmbu

#SafeWaterForAll

#SafeWaterSafeFuture

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

MHM Awareness is Bringing Vital Alternations in the Lives of Floating Sex Workers

“মাসিকের সময় অহন আর কাস্টোমার লই না, আফা। আফনেগো কথা হুইনা বুঝতে পারছি যে লোভ করলে নিজেগোই ক্ষতি”- ‘ক্যাম্পেইন লালছাতা’র ফলোআপ সেশনে এমনি ইতিবাচক কথা শোনা যায় ৩৫ বছর বয়সী ভাসমান যৌনকর্মী মিলা আক্তারের (ছদ্মনাম) মুখে।

সেশনে মিলা আরো জানান, কর্মশালা থেকে মাসিক স্বাস্থ্য বিষয়ে জানার পর তিনি পূর্বের মাসিককালীন অভ্যাস যেমন- একটানা ১২ ঘণ্টা প্যাড ব্যবহার, মাসিক চলাকালীন আমিষ জাতীয় খাবার না খাওয়া, ইত্যাদি থেকে দূরে সরে এসেছেন। এছাড়াও কর্মশালাতে মাসিকের সময়ে তলপেট ও কোমরের ব্যথা উপশমের জন্য যেই ব্যায়ামগুলো শেখানো হয়েছে, সেগুলোও তিনি নিয়মিত চর্চা করেন। 

 

মাসিক স্বাস্থ্য সম্পর্কিত দিক-নির্দেশনা, এবং মাসিককালীন অপরিচ্ছন্নতাজনিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে ভাসমান যৌনকর্মীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে ‘প্রজেক্ট কন্যা’র আওতাধীন ‘ক্যাম্পেইন লালছাতা’ কর্মশালার আয়োজন করে থাকে। গত ২২ জুন, ‘পূর্ব-পশ্চিম’ সেলাই প্রশিক্ষণ ক্যাম্পেইনের ৭ জন ভাসমান যৌনকর্মীকে নিয়ে ‘লালছাতা’’ ক্যাম্পেইনের ফলোআপ সেশন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, এই একই গ্রুপের জন্য মাসদুয়েক আগে মূল সেশন অনুষ্ঠিত হয়েছিলো।

 

মিলা আক্তারের মত ভাসমান যৌনকর্মীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই ‘ক্যাম্পেইন লালছাতা’ কাজ করে চলেছে। 

#CampaignLalchata

#ProjectKonna

#NoShamePeriod

#KonnaForSafePeriod

#BreakTheTaboo

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

The Challenges Children of Sex Worker Face in Accesiing Education

The government of Bangladesh, as an enthusiastic signatory, committed to the achievement of Education For All (EFA) at the World Education Forum held in Dakar, Senegal in April 2000. However, children living in brothels have disproportionately limited access to education in Bangladesh (UNICEF, 2009).

 

Providing education to the children of sex workers is a strenuous task in the Bangladeshi context. Barriers arise from society, the local community, and the brothel itself. These children are often cruelly teased about their mother’s profession, and their birth identity makes it difficult for them to even enroll in school. Some mothers struggle to manage their child’s educational expenses, such as tuition fees and the cost of study materials. These factors restrict the children from pursuing their studies, ultimately limiting their access to education.

 

From the very beginning, Project Pothchola has worked tirelessly to reintegrate underprivileged children, especially those born to sex workers, into mainstream society. Through our Child Sponsorship Program, we support their education and well-being by providing cultural enrichment, social security, and essential physical facilities. Our sponsors contribute to the financial and developmental needs of these children, ensuring they have access to quality education. From enrolling them in school to covering their educational expenses, we offer holistic support while keeping them safe in our shelters.

 

We envision a future where no children have to face any societal barriers in accessing their basic right to education, whether due to their birth identity or any financial limitations.

 

#ProjectPothchola

#SocioEmotionalLearning

#ForwardToFuture

 

সেলাই প্রশিক্ষণার্থী যৌনকর্মীদের জন্য মেডিকেল চেকাপঃ সার্বিক উন্নয়নকল্পের অবিচ্ছেদ্য অংশ

সাধারণত যৌনপেশায় যুক্ত নারীরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জটিল সমস্যায় পড়েন শুধুমাত্র সঠিক তথ্য না জানার জন্য। অনেকে যোনিপথে বিভিন্ন সংক্রমণ এর শিকার হন, অনেকে জরায়ু ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হন। 

 

গিভ বাংলাদেশ ফাউন্ডেশন পরিচালিত প্রজেক্ট লড়াই ২০২১ সাল থেকে ভাসমান যৌনকর্মীদের ক্যাম্পেইন “পূর্ব পশ্চিমের” আওতায় এনে তাদের প্রজনন স্বাস্থ্যকে সুরক্ষিত করার লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর মেডিকেল চেকআপের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত দিক নির্দেশনা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ জুন ঢাকার মুগদায় আটজন যৌনকর্মীদের নিয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা সেবার পাশাপাশি তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে তাদেরকে নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধ সামগ্রীও প্রদান করা হয়। 

 

সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে আশা করি পাশেই থাকবেন।

 

#PurboPoschim

#ProjectLorai

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Celebrating Menstrual Hygiene Champions in Chittagong

We are thrilled to share the glimpses from the recent successful graduation ceremony for our amazing Regional Representatives!

At Project Konna, we are dedicated to sensitizing Bangladeshi youth about Menstrual Health and Hygiene (MHM). Our mission is to equip the next generation with the knowledge and tools they need to break the silence and create a future where menstruation is no longer a barrier. This vision came to life as we celebrated 14 incredible university students from CU and AUW who have become true champions for MHM working for local communities.

 

Throughout their journey, our Regional Representatives led impactful initiatives, from workshops and awareness campaigns to addressing access issues in marginalized areas. Their commitment and passion have brought a deeper understanding of the MHM challenges faced by many and have inspired positive change. The graduation ceremony was a momentous occasion, shining a spotlight on their tireless efforts and presenting awards to recognize their outstanding achievements.

 

#ProjectKonna

#BreaktheTabboo

#GiveBangladesh 

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

মতবিনিময় সভাঃ ডুমুরিয়াবাসী প্রস্তুত হচ্ছে প্রজেক্ট অক্সিজেন ৪.০ এর জন্য

গত ২১শে জুন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও মাগুরখালী ইউনিয়নের স্থানীয় প্রশাসন (ইউনিয়ন পরিষদ), শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, ধর্মীয় নেতা (ইমাম-পুরোহিত) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব- সর্বোপরি উক্ত দুই ইউনিয়নের সমাজের সকল স্তরের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

 

কর্মসূচী সম্বন্ধে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে স্থানীয় জগগণের মতামত ও পর্যবেক্ষণ উঠে আসে। বৃক্ষরোপণ ও সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। 

 

প্রজেক্ট অক্সিজেন ৪.০ নিয়ে এলাকার শিক্ষার্থীদের কেন্দ্র করে বড় আকারের পরিকল্পনা করছি আমরা। বিস্তারিত আসছে!

 

#শক্তকরিবাংলাদেশ

#ShoktoKoriBangladesh

#ProjectOxygen

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে