যৌনপল্লীতে জন্ম নেওয়া একটি শিশুর বেড়ে ওঠা অন্য পাঁচটা স্বাভাবিক শিশুর মত নয়। তারা জানে না সুস্বাস্থ্য কী এমনকি তাদের নিজেদের শারীরিক স্বাস্থ্য বিকাশের নেই পর্যাপ্ত সুযোগ। যার ফলস্বরুপ তারা রয়ে যায় অজ্ঞতার বেড়াজালে।
যৌনকর্মীর শিশুদের মৌলিক চাহিদা পূরণ ও অন্যান্য সহায়ক সুবিধা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘গিভ বাংলাদেশ’ কর্তৃক পরিচালিত ‘প্রজেক্ট পথচলা’। স্বল্প সময়ের মধ্যেই ১০ জন যৌনকর্মীর শিশুকে “জয় সকল শিশুর” নামক একটি নিরাপদ আবাসস্থলের ঠিকানা করে দেয়া হয়েছে যেখানে সমাজের অন্যান্য সুবিধাবঞ্চিত শ্রেণির শিশুদের সাথে হৈ-হুল্লোড় এর মধ্য দিয়ে বড় হচ্ছে আমাদের শিশুরা,শিখছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়।
গত ৮ ই জুন ২০২৪,জয় সকল শিশুর শেল্টার হোমে পিরিয়ডকালীন পরিছন্নতা সহ নিত্যদিনকার পরিছন্নতা সম্পর্কিত একটি সেশনের আয়োজন করা হয়। শিশুদের মধ্য হতে প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে তাদের কাছে নিজস্ব পরিচ্ছন্নতা কী এবং সবাই নিজেকে পরিষ্কার রাখতে কী কী করে তা সম্পর্কে ধারণা লাভের মাধ্যমে সেশন শুরু করা হয়। পরবর্তীতে খেলার ছলে শিখনের উদ্দেশ্যে বিভিন্ন ফান গেইম ও গ্রুপ বেইজড এক্টিভিটিস এর মাধ্যমে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে, ব্যক্তিকেন্দ্রিক পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে তাদের অবগত করা হয় যেনো তারা নিজেদের পরিষ্কার রাখার পাশাপাশি তাদের বন্ধুদেরও সচেতন করতে পারে।
#ProjectPothchola
#SocioEmotionalLearning
#Forwardtofuture
#দেশেরপ্রতিটিপ্রান্তে
#Givebangladesh