ঘূর্ণিঝড় রেমালের প্রাথমিক তান্ডব কমে গেলেও, এর প্রভাবে পানির নিচে তলিয়ে গিয়েছে অর্ধশতাধিক গ্রাম। হাজার হাজার মানুষ হয়ে রয়েছেন পানিবন্দী।  

“৩৫ বছর পর লবণ পানিতে তলিয়ে গেল পাইকগাছার ১২ গ্রাম”। (The Daily star)। এসব গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ তীব্র অসহায়ত্বে রয়েছেন।

KK Foundation এর সহযোগিতায় ও মানব কল্যাণ ইউনিটের বাস্তবায়নে, পাইকগাছার ১৫০ টি পরিবারের ৭৫০ জন মানুষের কাছে আজ রেশন পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। 

আপনারা সহায়তায় আমরা ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় কাজ চালিয়ে যেতে চাই।

#cycloneremal

#EmergencyResponse  

#GiveBangladesh 

#দেশেরপ্রতিটিপ্রান্তে