Purbo-Poshchim Keeps Redefining Hopes for Floating Sex Workers: 17th Batch Launched in Mugda

ভাসমান যৌনকর্মীদের পেশাগত পুনর্বাসনের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২১ সাল থেকে কাজ করছে প্রজেক্ট লড়াইয়ের আওতাধীন ক্যাম্পেইন “পূর্ব-পশ্চিম”।  প্রোফাইলিং এর মাধ্যমে এই নারীদের সার্বিক উন্নয়নের সূচক নির্ধারণ করা এই ক্যাম্পেইনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

 

গত ১৯ অক্টোবর মুগদায় ‘কল্যাণময়ী নারী সংঘ’ ট্রেনিং সেন্টারে ১৭তম ব্যাচের ৭ জন ট্রেইনির  প্রোফাইলিং সম্পন্ন হয়। প্রোফাইলিংয়ের এই ধাপটিতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবস্থা, পারিবারিক অবস্থা, প্রতিবন্ধী সদস্যের উপস্থিতি, মাসিক আয়-ব্যয়ের তারতম্য, পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন ব্যবস্থা যাচাই করা হয়।

 

এভাবেই ক্যাম্পেইন ‘পূর্ব পশ্চিম’ এই নারীদের জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতা বিবেচনায় এনে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে।

‘Project Kombol: Winter Drive 24-25’ Begins- Thousands of Cold-Stricken Bangladeshis Awaiting Your Contribution

শীতার্ত অসহায় মানুষকে উষ্ণতার চাদরে আচ্ছাদিত করতে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও নিয়ে এলো বিনামূল্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ‘প্রজেক্ট কম্বল: উইন্টার ড্রাইভ ২০২৪-২৫’।

 

আমাদের এই উদ্যোগটির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা দরিদ্র ও অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেয়া হয়। স্বেচ্ছাসেবক, স্থানীয় সংগঠন ও দাতা-পৃষ্ঠপোষকদের সহযোগিতায় আমরা পৌঁছে যাই প্রত্যন্ত এলাকায়। গত ১১ বছরে দেশের ৪০টি জেলার বিভিন্ন অঞ্চলে ৫২,৭৯২টি কম্বল এবং ২৯,৬১৬টি শীতবস্ত্র বিতরণ করেছি আমরা।

 

আপনার অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও তৃণমূলের অভাবী মানুষদের কাছে আপনার উপহার পৌঁছে দেয়ার নিশ্চয়তা- আপনাদের আস্থা ও বিশ্বাসের ফলাফল ১১ বছর ধরে পেয়ে আসছে দেশের মানুষ।

 

‘প্রজেক্ট কম্বল: উইন্টার ড্রাইভ ২০২৪-২৫’- এর মাধ্যমে হাজারো শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আপনাদের সাহায্যই আমাদের পথ চলার পাথেয়। মাত্র ৩৫০ টাকার মাধ্যমে সহায়- সম্বলহীন এই মানুষগুলোর শীত লাঘব করতে সাহায্য পাঠাতে পারেন নিম্নলিখিত মাধ্যমে –

 

bKash: 01404111184 (Merchant) 

Nagad : 01779394909 (Merchant)

 

Bank AC No : 06933000780

Give Bangladesh Foundation

Satmasjid Road Branch, Bank Asia

Paypal: paypal.me/GiveBD

 

#GiveBangladesh

#ProjectKombol

#WinterDrive2024-25

 

Yet Another Cohort of Floating Sex Workers Successfully Graduating to Alternative Profession

আরো ৮ জন ভাসমান যৌনকর্মীর সেলাই প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে।

 

যৌনকর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশাগুলোর একটি, এবং বেশিরভাগ সময় দেখা যায় যৌনকর্মীরা অত্যন্ত অসহনীয় সামাজিক অবস্থার শিকার হয়ে এই পেশায় নিযুক্ত হয়ে থাকেন। খুব কম মানুষই এই সমস্যার শিকড়ে ঢুকে আসল সত্যি জানতে পারেন, অর্থাৎ, যৌনকর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে কতটা অত্যাচারের সম্মুখীন হয়ে থাকেন তা খুব অল্প মানুষ জানেন।

 

এ পেশায় আসা নারীদের শিক্ষাগত যোগ্যতা যেমন থাকে না বললেই চলে, তেমনি থাকে না বিশেষ কোনো দক্ষতা। যে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই এই অভিশপ্ত পেশা থেকে নিজেকে বের করে আনতে পারেন না।

 

সমাজের এই বঞ্চিত গোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২০২১ সাল থেকে “প্রজেক্ট লড়াই” এর আওতায় “পূর্ব-পশ্চিম” ক্যাম্পেইন পরিচালনা করে আসছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন, যেটির মাধ্যমে ভাসমান যৌনকর্মীদের দুই মাসের সেলাই প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করে দেয়া হয়, পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিং সেবা প্রদান করা হয়। তাদের অন্ধকার জগৎ থেকে বের হয়ে এসে একটি সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়া এই উদ্যোগের উদ্দেশ্য।

 

গত ২৮ সেপ্টেম্বর, মুগদায় অবস্থিত ‘কল্যানময়ী নারী সংঘ’র ট্রেনিং সেন্টারে ক্যাম্পেইন পূর্ব-পশ্চিম এর ১৬তম ব্যাচের ৮ জন ভাসমান যৌনকর্মী দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা সামগ্রী এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

 

ক্যাম্পেইন জুড়ে আমাদের আর্থিক সহযোগী হিসেবে রয়েছে ‘কেকে ফাউন্ডেশন’।

 

#PurboPoschim

#ProjectLorai

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

MHM Awareness is Bringing Vital Alternations in the Lives of Floating Sex Workers

“মাসিকের সময় অহন আর কাস্টোমার লই না, আফা। আফনেগো কথা হুইনা বুঝতে পারছি যে লোভ করলে নিজেগোই ক্ষতি”- ‘ক্যাম্পেইন লালছাতা’র ফলোআপ সেশনে এমনি ইতিবাচক কথা শোনা যায় ৩৫ বছর বয়সী ভাসমান যৌনকর্মী মিলা আক্তারের (ছদ্মনাম) মুখে।

সেশনে মিলা আরো জানান, কর্মশালা থেকে মাসিক স্বাস্থ্য বিষয়ে জানার পর তিনি পূর্বের মাসিককালীন অভ্যাস যেমন- একটানা ১২ ঘণ্টা প্যাড ব্যবহার, মাসিক চলাকালীন আমিষ জাতীয় খাবার না খাওয়া, ইত্যাদি থেকে দূরে সরে এসেছেন। এছাড়াও কর্মশালাতে মাসিকের সময়ে তলপেট ও কোমরের ব্যথা উপশমের জন্য যেই ব্যায়ামগুলো শেখানো হয়েছে, সেগুলোও তিনি নিয়মিত চর্চা করেন। 

 

মাসিক স্বাস্থ্য সম্পর্কিত দিক-নির্দেশনা, এবং মাসিককালীন অপরিচ্ছন্নতাজনিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে ভাসমান যৌনকর্মীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে ‘প্রজেক্ট কন্যা’র আওতাধীন ‘ক্যাম্পেইন লালছাতা’ কর্মশালার আয়োজন করে থাকে। গত ২২ জুন, ‘পূর্ব-পশ্চিম’ সেলাই প্রশিক্ষণ ক্যাম্পেইনের ৭ জন ভাসমান যৌনকর্মীকে নিয়ে ‘লালছাতা’’ ক্যাম্পেইনের ফলোআপ সেশন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, এই একই গ্রুপের জন্য মাসদুয়েক আগে মূল সেশন অনুষ্ঠিত হয়েছিলো।

 

মিলা আক্তারের মত ভাসমান যৌনকর্মীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই ‘ক্যাম্পেইন লালছাতা’ কাজ করে চলেছে। 

#CampaignLalchata

#ProjectKonna

#NoShamePeriod

#KonnaForSafePeriod

#BreakTheTaboo

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

সেলাই প্রশিক্ষণার্থী যৌনকর্মীদের জন্য মেডিকেল চেকাপঃ সার্বিক উন্নয়নকল্পের অবিচ্ছেদ্য অংশ

সাধারণত যৌনপেশায় যুক্ত নারীরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জটিল সমস্যায় পড়েন শুধুমাত্র সঠিক তথ্য না জানার জন্য। অনেকে যোনিপথে বিভিন্ন সংক্রমণ এর শিকার হন, অনেকে জরায়ু ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হন। 

 

গিভ বাংলাদেশ ফাউন্ডেশন পরিচালিত প্রজেক্ট লড়াই ২০২১ সাল থেকে ভাসমান যৌনকর্মীদের ক্যাম্পেইন “পূর্ব পশ্চিমের” আওতায় এনে তাদের প্রজনন স্বাস্থ্যকে সুরক্ষিত করার লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর মেডিকেল চেকআপের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত দিক নির্দেশনা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ জুন ঢাকার মুগদায় আটজন যৌনকর্মীদের নিয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা সেবার পাশাপাশি তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে তাদেরকে নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধ সামগ্রীও প্রদান করা হয়। 

 

সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে আশা করি পাশেই থাকবেন।

 

#PurboPoschim

#ProjectLorai

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

The 14th Batch of Trainees Graduated and Awaiting Job Placement- Floating Sex Workers Continued to be Brought off Prostitution Racket

গত ২২ মে, ২০২৪ রাজধানীর মুগদায় প্রজেক্ট  ক্যাম্পেইন ‘পূর্ব-পশ্চিম’ এর ১৪তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাদের সকলকে সার্টিফিকেট এবং রেশন প্যাকেজ প্রদান করা হয়৷ এই ব্যাচে ৮ জন ভাসমান যৌনকর্মীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

ক্যাম্পেইনজুড়ে আর্থিক সহযোগিতা প্রদান করেছে কেকে ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতায় ছিলো কল্যাণময়ী নারী সংঘ।

উল্লেখ্য, প্রজেক্ট লড়াই’র ক্যাম্পেইন “পূর্ব-পশ্চিম” ভাসমান যৌনকর্মীদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে তাদের নতুন কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করে দিচ্ছে, যাতে করে দারিদ্র‍্য থেকে মুক্ত হয়ে উনারা সমাজের মূলধারায় বাস করতে পারেন। 

#PurboPoschim

#ProjectLorai

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

Sewing Training Program Keeps Empowering Floating Sex Workers: 14th Batch’s Classes Ongoing in Full Intensity

ভাসমান যৌনকর্মীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে ‘প্রজেক্ট লড়াই’- এর ‘ক্যাম্পেইন পূর্ব-পশ্চিম’ সেলাই প্রশিক্ষণের আয়োজন করে আসছে গত দুই বছর যাবত।

বর্তমানে চলমান ‘ক্যাম্পেইন পূর্ব-পশ্চিম’ এর চতুর্দশ ব্যাচের ক্লাস, যা শুরু হয়েছে ১০ই মার্চ এবং শেষ হবে ৩০ই এপ্রিল। এই ব্যাচে প্রশিক্ষণ পাচ্ছেন ৮ জন যৌনকর্মী। ট্রেইনিদের প্রোফাইলিং করা হয়েছে ২৬শে মার্চ। প্রতিটি ক্লাসে ট্রেইনিরা সেলাইয়ের বিভিন্ন নিয়মকানুন হাতেকলমে শেখে, যে শিক্ষা তাদের পরবর্তীতে স্বাবলম্বিতা অর্জন করে পেশা পরিবর্তনে সাহায্য করে।