Yet Another Cohort of Floating Sex Workers Successfully Graduating to Alternative Profession
আরো ৮ জন ভাসমান যৌনকর্মীর সেলাই প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে।
যৌনকর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশাগুলোর একটি, এবং বেশিরভাগ সময় দেখা যায় যৌনকর্মীরা অত্যন্ত অসহনীয় সামাজিক অবস্থার শিকার হয়ে এই পেশায় নিযুক্ত হয়ে থাকেন। খুব কম মানুষই এই সমস্যার শিকড়ে ঢুকে আসল সত্যি জানতে পারেন, অর্থাৎ, যৌনকর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে কতটা অত্যাচারের সম্মুখীন হয়ে থাকেন তা খুব অল্প মানুষ জানেন।
এ পেশায় আসা নারীদের শিক্ষাগত যোগ্যতা যেমন থাকে না বললেই চলে, তেমনি থাকে না বিশেষ কোনো দক্ষতা। যে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই এই অভিশপ্ত পেশা থেকে নিজেকে বের করে আনতে পারেন না।
সমাজের এই বঞ্চিত গোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২০২১ সাল থেকে “প্রজেক্ট লড়াই” এর আওতায় “পূর্ব-পশ্চিম” ক্যাম্পেইন পরিচালনা করে আসছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন, যেটির মাধ্যমে ভাসমান যৌনকর্মীদের দুই মাসের সেলাই প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করে দেয়া হয়, পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিং সেবা প্রদান করা হয়। তাদের অন্ধকার জগৎ থেকে বের হয়ে এসে একটি সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়া এই উদ্যোগের উদ্দেশ্য।
গত ২৮ সেপ্টেম্বর, মুগদায় অবস্থিত ‘কল্যানময়ী নারী সংঘ’র ট্রেনিং সেন্টারে ক্যাম্পেইন পূর্ব-পশ্চিম এর ১৬তম ব্যাচের ৮ জন ভাসমান যৌনকর্মী দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা সামগ্রী এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
ক্যাম্পেইন জুড়ে আমাদের আর্থিক সহযোগী হিসেবে রয়েছে ‘কেকে ফাউন্ডেশন’।
#PurboPoschim
#ProjectLorai
#GiveBangladesh
#দেশেরপ্রতিটিপ্রান্তে