ঠোঁট কাটা ও তালু কাটা মানুষের জন্মগত শারীরিক ত্রুটি গুলোর মধ্যে একটি। বিশ্বে গড়ে ৭০০ জন শিশুর মধ্যে ১ জন শিশু এ সমস্যা নিয়ে জন্মায়।
ঠোঁট কাটা ও তালু কাটা শিশুরা বড় হবার সাথে সাথে সঠিক সময়ে চিকিৎসা না করালে শিশুর ভবিষ্যত জীবনে নানান শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যার মধ্যে খাদ্যগ্রহণে জটিলতা, ঘন ঘন শ্বাসনালির প্রদাহ, অপুষ্টিজনিত সমস্যা, শ্রবণক্ষমতা হ্রাস, দাতের সমস্যাসহ মানসিক ও শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার প্রবণতা অন্যতম।
সঠিক সময়ে আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর ঠোঁট কাটা ও তালু কাটা ত্রুটি ঠিক করা যায়। গত ৩ মে ফ্রিডম জেনারেল হাসপাতাল, সিলেটে ‘থাউজেন্ড স্মাইলস’ ক্যাম্পেইনের ৬ষ্ঠ সার্জারি ক্যাম্প সম্পন্ন হয়।
P.N. Composite Ltd এর পৃষ্ঠপোষকতায় এই শিশুদের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে। শিশুর সুস্থ স্বাভাবিক বিকাশ ও সুন্দর সামাজিকীকরণে এই ক্যাম্পেইন শিশুদের এবং তাদের পরিবারের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
#CampaignThousandSmiles
#GiveBangladesh
#দেশেরপ্রতিটিপ্রান্তে