৪ বছর বয়সী লাবিবাকে প্রথম যখন ‘জয় সকল শিশু’ শেল্টার হোমে রেখে যাওয়া হল, ওর বয়স তখনও ২ বছর পূর্ণ হয় নি। লাবিবা বড় হতে হতে বুঝতে পারে, পরিবার বলতে এখানে আছে আরো ৮০ জন শিশু।

এই পরিবারের অংশ হয়ে নিজেদের গৎবাঁধা পরিচয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যৌনকর্মীদের সন্তানেরাও। পরিচয়হীন এসব শিশুকে সমাজের অন্য বাচ্চাদের মতই বড় করে তুলতে, তাদেরকে একটা স্বাভাবিক জীবনের অংশীদার করার লক্ষ্যেই কাজ করছে প্রজেক্ট পথচলা।

শুধু সামাজিক কিংবা পারিবারিক আবহে নয়, বরং সাংস্কৃতিক ও মানসিকভাবে তাদেরকে মূলধারার একজন মানুষ হিসেবে গড়ে তুলতে “পথচলা” বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবারে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা “সিয়াম আহমেদ”।

গিভ বাংলাদেশ ফাউন্ডেশন ও কেকে ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ইদ পূর্ববর্তী উদযাপনের জন্য এক বিকেলে তিনি হাজির হয়েছিলেন শিশুদের মাঝে। শিশুদের সাথে লুডু খেলেছেন, পাজল মিলিয়েছেন, আর তাদের সাথে ইফতার করেছেন। এছাড়াও বাচ্চাদের মাঝে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করেছেন। বাচ্চাদের তরফ থেকেও সিয়ামকে একটি উপহার দেয়া হয়।

সিয়াম আহমেদের মতো একজন মূলধারার আইকনের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নি:সন্দেহে এই শিশুদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।