ভাসমান যৌনকর্মীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে ‘প্রজেক্ট লড়াই’- এর ‘ক্যাম্পেইন পূর্ব-পশ্চিম’ সেলাই প্রশিক্ষণের আয়োজন করে আসছে গত দুই বছর যাবত।
বর্তমানে চলমান ‘ক্যাম্পেইন পূর্ব-পশ্চিম’ এর চতুর্দশ ব্যাচের ক্লাস, যা শুরু হয়েছে ১০ই মার্চ এবং শেষ হবে ৩০ই এপ্রিল। এই ব্যাচে প্রশিক্ষণ পাচ্ছেন ৮ জন যৌনকর্মী। ট্রেইনিদের প্রোফাইলিং করা হয়েছে ২৬শে মার্চ। প্রতিটি ক্লাসে ট্রেইনিরা সেলাইয়ের বিভিন্ন নিয়মকানুন হাতেকলমে শেখে, যে শিক্ষা তাদের পরবর্তীতে স্বাবলম্বিতা অর্জন করে পেশা পরিবর্তনে সাহায্য করে।