সাধারণত দেখা যায় যৌনকর্মীরা অত্যন্ত অসহনীয় সামাজিক অবস্থার শিকার হয়ে এই পেশায় নিযুক্ত হয়ে থাকেন। যৌনকর্ম একটি প্রাচীন পেশা, বৃহত্তর বাংলা অঞ্চলে যার ব্যাপক প্রসার ঘটে ১৯ শতকের দিকে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সবথেকে ঘৃণিত পেশা হিসেবে চিহ্নিত যৌনকর্ম।
শিক্ষা ও কর্মসংস্থানের অভাবে নিজেদের পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করতে না পারা এই মানুষগুলো প্রতিনিয়ত নিগ্রহের স্বীকার হয়ে আসছে। যার প্রভাব সরাসরিই পড়ে তাদের সন্তানদের ওপরও।
Give Bangladesh সমাজের এই বঞ্চিত গোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২০২১ সাল থেকে “প্রজেক্ট লড়াই” এর আওতায় “পূর্ব-পশ্চিম” ক্যাম্পেইন পরিচালনা করে আসছে, যেটির মাধ্যমে তাদের দুই মাসের সেলাই প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করে দেয়া হয়। সেলাই প্রশিক্ষণের পাশাপাশি তাদের স্বাস্থ্য-সংক্রান্ত পরামর্শ সেবা প্রদান ও কাউন্সিলিং করানো হয়, যা তাদের সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে উৎসাহ প্রদান করে।
“প্রজেক্ট লড়াইয়ের” মাধ্যমে এ পর্যন্ত ১২ টি ব্যাচের মোট ৯৬ জনকে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে । যার মধ্যে প্রায় ৭০ জন গার্মেন্টস ও টেইলারিং দোকান সহ বিভিন্ন স্থানে কর্মরত আছেন। এখন আমাদের ১৩ তম ব্যাচের প্রশিক্ষণ চলমান, যেখানে নতুন আরো ৮ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। টানা ২ মাসের প্রশিক্ষণ শেষে তাদেরকে শুভেচ্ছা সামগ্রী ও সার্টিফিকেট প্রদান করা হবে।
যৌনকর্মীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে ভবিষ্যত গড়ায় অবদান রাখতে চাইলে আপনিও পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।