গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে ৮০ জনেরও বেশি শিশু সহ মোট ৬০০জন মানুষের জীবনযাপন হয়েছে আরও সহজ! ম্যালেরিয়া- টাইফয়েডের মতো জলবাহিতরোগে ভোগার দিন এখন শেষ, কেননা নিয়াবুতপাড়া সরকারি স্কুল এবং অদূরেই হোস্টেলে এখন নিরাপদ ও পরিষ্কার পানির সরাসরি প্রবাহের ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে দু’টি নতুন টয়লেট। ফলস্বরূপ নিশ্চিত হয়েছে কিশোর-তরুণ শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা। আর এভাবেই ‘প্রজেক্ট অম্বু’র মাধ্যমে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন অংশ হচ্ছে একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তোলার যাত্রায়।
Empowering Renghin Para: 600 lives transformed, including over 80 children, thanks to Give Bangladesh Foundation’s intervention! Waterborne diseases like malaria and typhoid are no longer a cause of worry, as clean water now flows directly to Niabutpara Government School and the nearby hostel. With two new toilets in place, hygiene is no longer a struggle for these young learners. Through Project Ombu, Give Bangladesh Foundation is building healthier futures.