গত কয়েক দশকে, পোষাক শিল্প দেশে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে লাখ লাখ মানুষের৷ এর একটি বড় অংশই নারী।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যমতে দেশের পোশাক শিল্পে কর্মরত কর্মীদের মাঝে প্রায় ৬০-৬২ শতাংশই নারী। কর্মক্ষেত্রে এই নারীরা অধিকাংশ সময়ই পায় না পর্যাপ্ত স্যানিটারি সুবিধা, মুখোমুখি হয় নানা মাসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার।
এই সমস্যাকে সামনে রেখেই ১৮-২৫ বছর বয়সী নারী গার্মেন্ট কর্মীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য প্রজেক্ট কন্যার ক্যাম্পেইন ‘সূর্যকন্যা’ কাজ শুরু করে। গত ১৮ মে ক্লিফটন কোম্পানির কালুরঘাট গার্মেন্ট শাখায় ক্যাম্পেইনটি সফলভাবে ৬০ জন গার্মেন্ট কর্মীর ওয়ার্কশপ নেয়। ওয়ার্কশপে মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা এবং সঠিক মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ওয়ার্কশপ শেষে এই ৬০ জন নারী গার্মেন্টস কর্মীদের সেফপ্যাডের সহযোগীতায় রিইউজেবল এবং পরিবেশবান্ধব প্যাড প্রদান করা হয়।
#ProjectKonna
#NoShamePeriod
#KonnaforSafePeriod
#BreakTheTaboo
#GiveBangladesh
#দেশেরপ্রতিটিপ্রান্তে