যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলাও তার কল্যাণে রত থাকবেন’- (মুসলিম, হাদিস: ৬৭৪৬)
সংযম ও ত্যাগের মাস রমজান আসে ধনী ও গরিবের ব্যবধান দূর করতে। যখন অর্থ, বিত্ত, বয়স নির্বিশেষে রোজাদারেরা থাকে সূর্যাস্তের অপেক্ষায়। কিন্তু সারাদিনের ক্ষুধা ও তৃষ্ণা নিবারণের যে মাধ্যম ইফতার, দিনশেষে এটা জোগাড় করাটাও দেশের খেটে খাওয়া মানুষগুলোর জন্য হয়ে পড়ে বাড়তি চিন্তার কারণ। দারিদ্র্য এবং দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি তাদের ইফতারের আনন্দকে করে তোলে মলিন।
পবিত্র রমজানের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে প্রতিবছরের মতো এবারো গিভ বাংলাদেশ থাকছে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে। এ বছর আমাদের লক্ষ্য দেশের ৬৪ জেলায় মোট ১৫,০০০ জন মানুষের জন্য ইফতারের আয়োজন করা। নিম্ন আয়ের পেশাজীবী, শ্রমজীবী, দুর্যোগপ্রবণ জনগোষ্ঠী, উপকূলবাসী, এতিমখানার শিক্ষার্থী ও শিক্ষক, বৃদ্ধাশ্রমনিবাসী মানুষেরা সহ সমাজের সর্বস্তরের অবহেলিত মানুষের কাছে পৌঁছে যাবে ইফতার।
আপনিও ইফতারের আনন্দ ভাগ করে নিতে পারেন এই হতদরিদ্র মানুষগুলোর সাথে। আপনার প্রতি ১০০ টাকা অনুদানে একজন সুবিধাবঞ্চিত ব্যক্তি পাবেন ইফতারের অনিশ্চয়তা মুক্ত একটি দিন।
অনুদান পাঠানোর মাধ্যম :
Bkash: 01633-050824 (Personal)
Rocket: 01521-5268271 (Personal)
Nagad: 01892-775247 (Personal)
Bank A/C- 06933000780
Give Bangladesh Foundation
Bank Asia, Satmasjid Road Branch
Paypal- www.paypal.me/GiveBD