একুশ শতকে এসেও এখনও ক্যানসার মরণব্যাধী। আজ ৪ঠা ফেব্রুয়ারী, বিশ্ব ক্যানসার দিবস। এবছর এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে “Close The Care Gap”। এই থিমটি বিশ্বজুড়ে বিদ্যমান ক্যানসার যত্নের মধ্যে বৈষম্যগুলিকে তুলে ধরে। সঠিক সচেতনতার মাধ্যমে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বেশকিছু প্রকারের ক্যানসার আমাদের ভুল বা অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে হয়। জীবনযাত্রায় পরিবর্তন এনে এসব ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমানো সম্ভব।
বাংলাদেশে আনুমানিক ২০ লাখ ক্যানসার রোগী রয়েছেন। প্রতিবছর নতুন করে ২ লাখ মানুষ ক্যানসার আক্রান্ত হচ্ছেন। প্রতিবছর আনুমানিক ১ লাখ ক্যানসার আক্রান্ত রোগী মারা যাচ্ছেন। সে হিসেবে এদেশে প্রতিদিন ক্যানসারের কারণে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন ২৭৩ জন মানুষ (ডেইলি স্টার, ১০ জানুয়ারি ২০২২)।
২০২৩ সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গিভ বাংলাদেশ এর পক্ষ থেকে গাইনোকোলজিক্যাল মেডিকেল ক্যাম্পেইনে ১০ জন মহিলাকে বিনামূল্যে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধের টিকা প্রদান করা হয়।
মরণব্যাধি ক্যান্সার যেনো আর কারও কাছের মানুষের অকাল মৃত্যুর কারন না হয়। আসুন ক্যান্সার প্রতিরোধে নিজে সচেতন হই, এবং অন্যকে সচেতন করে তুলি।