আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত পর্যায়ে আছে দেশের ভাসমান যৌনকর্মীরা। এ পেশায় আসা প্রত্যেকেই দারিদ্র্যের কষাঘাতে বিপর্যস্ত। তাদের শিক্ষাগত যোগ্যতা কম এবং বিশেষ কোনো দক্ষতাও নেই। সেই কারণেই ইচ্ছা থাকা সত্ত্বেও এ পেশা থেকে বের হতে পারছেন না বলে জানান অনেকেই।
প্রজেক্ট লড়াই এর ক্যাম্পেইন ‘পূর্ব-পশ্চিম’ এরকম ভাসমান যৌনকর্মীদের সেলাই প্রশিক্ষণ এর মাধ্যমে তাদের কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ করে দিচ্ছে।
গত ২০ জানুয়ারি মুগদায় অবস্থিত ‘কল্যানময়ী নারী সংঘ’ এর ট্রেনিং সেন্টারে ১২ তম ব্যাচের সমাবর্তন এর আয়োজন করা হয়। এই ব্যাচে মোট ০৮ জন যৌনকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাবর্তনে তাদের সার্টিফিকেট প্রদানের পাশাপাশি যাতায়াত খরচ, বিভিন্ন দ্রব্য সামগ্রী ( চাল, ডাল,তেল) দেওয়া হয়।
১২ তম ব্যাচের ০৮ জন সদস্য থেকে ইতোমধ্যে ০৪ জন বিভিন্ন গার্মেন্টস এবং টেইলরিং শপে কাজ করার সুযোগ পেয়েছে।
গত ১০ জানুয়ারি থেকে ক্যাম্পেইন’পূর্ব-পশ্চিম’ এর ১৩ তম ব্যাচের ক্লাস শুরু হয়েছে।