“Do not live someone else’s life and someone else’s idea of what womanhood is. Womanhood is you.”
— Viola Davis
নারী জীবনে কতখানি সফল সেটা নিরূপণের মাপকাঠি তার কর্ম। এমনই কর্মঠ এক ঝাঁক নারী প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে তাদের কর্মের আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনে। সংসার, সামাজিক ও ব্যক্তিজীবনের পাশাপাশি ভলান্টিয়ারিং এর মাধ্যমে দেশকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়া এসব নারীদের প্রতি গিভ বাংলাদেশ ফাউন্ডেশন কৃতজ্ঞ।
সকল বাঁধাবিপত্তি পেরিয়ে আগামী দিনগুলোতে নারীর জন্য নিরাপদ ও সুন্দর জীবনের নিশ্চিত করতে পুরুষকেও এগিয়ে আসতে হবে। আসুন আমরা সকলে মিলে নারীদের প্রতি বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং একটি ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ সমাজ গঠনের জন্য কাজ করি।
নারী দিবসের শুভেচ্ছা!