Uncharted Red Waters: National Policy Dialogue on Menstrual Equity for Marginalized Communities

গিভ বাংলাদেশ ফাউন্ডেশন (GBF)-এর তত্ত্বাবধানে এবং শেয়ারনেট ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে পরিচালিত প্রকল্প ‘আনচার্টেড রেড ওয়াটারস’ প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মাসিক স্বাস্থ্য অধিকার নিশ্চিত করে মাসিক সমতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। গত ৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকার আজিমুর রহমান কনফারেন্স হলে ‘আনচার্টেড রেড ওয়াটার্স’ এর উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক এবং ন্যাশনাল পলিসি ডায়লগ আয়োজিত হয়, যার প্রতিপাদ্য ছিল ‘নীতি ও কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত প্রান্তিক জনগোষ্ঠীর মাসিক সমতা অর্জন।’

এই বৈঠকে উপস্থাপন করা হয় ‘আনচার্টেড রেড ওয়াটারস’ কর্তৃক প্রকল্পজুড়ে পরিচালিত বাংলাদেশের চারটি প্রান্তিক সম্প্রদায়- যৌনপল্লীভিত্তিক যৌনকর্মী, বেদে (যাযাবর) সম্প্রদায়, দৃষ্টিপ্রতিবন্ধী নারী ও নারী চা-শ্রমিকদের ওপর সম্পন্ন জরিপের অনুসন্ধানসমূহ। জরিপের অনুসন্ধানসমূহে এসব নারীদের মধ্যে থাকা মাসিক বিষয়ক বিভিন্ন জটিলতা যেমন- মাসিক স্বাস্থ্য সম্পর্কে সীমিত সচেতনতা, প্রচলিত কুসংস্কার, মাসিক স্বাস্থ্য উপকরণের অপর্যাপ্ততা এবং দৃষ্টি প্রতিবন্ধী নারীদের জন্য ব্রেইল বইয়ের অপ্রতুলতা ইত্যাদিও উঠে আসে।

সকল সেক্টরের প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান (ডিজি হেলথ, বাংলাদেশ সরকার), ড. ফারহানা হক (শেয়ার-নেট বাংলাদেশ), আতাউর রহমান মঞ্জু (এমএমএস), সাদিয়া তাসনিম (হাউজ অফ ভলান্টিয়ার্স বাংলাদেশ), সালমা মাহবুব (বি-স্ক্যান), ডা. মেহবুবা নূর প্রথা (ইউএনএফপিএ), সালমা আহমেদ (সাজিদা ফাউন্ডেশন), আবদুল জব্বার (ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ), মাহবুব-উল-আলম (আইসিডিডিআর,বি), গ্লোরিয়া চন্দ্রাণী বাড়ৈ (ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল) এবং তেহসিনা খানম (স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড)। এছাড়াও উপরোল্লিখিত চারটি জনগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। গিভ বাংলাদেশ টীম থেকে সঞ্চালক হিসেবে এলামনাই উপমা রশিদের পাশাপাশি লুদমিলা সারাহ খান, ফারিয়া রহমান ও বর্ষা আহমেদ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মাসিক, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর)- এর প্র‍্যাক্টিস ও পলিসিসমূহ উন্নত করতে কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করেন, যার লক্ষ্য অসমতার বিরুদ্ধে লড়াই করা। জিবিএফ এবং তার সহকারী সংগঠনগুলো মিলে শিক্ষা, নীতি এবং কৌশলগত কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া সম্প্রদায়ের নারীদের ক্ষমতায়নে কাজ করতে একতাবদ্ধ।

Robi & GBF join hands to drive the post-flood revival efforts of Fellow Bangladeshis

Robi X Give Bangladesh 

 

Stationery Package for 1500 Flood-Victim Children of Porshuram, Feni

 

দক্ষিণ-পূর্বাঞ্চলে নিকট অতীতের মধ্যে হওয়া ভয়াবহতম বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জন্য কাজ চলছে। রবির পৃষ্ঠপোষকতায় আজ ১৫০০ শিশু-কিশোরের কাছে পৌঁছে যাচ্ছে স্টেশনারি প্যাকেজ। 

 

#দেশেরপ্রতিটিপ্রান্তে

#Emergency Response

#FightAgainstFlood

#GiveBangladesh

Survey on MHM Scenario of Visually Impaired Women: ‘Uncharted Red Waters’ Eying Mentstrual Equity

গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের চলমান প্রজেক্ট ‘আনচার্টেড রেড ওয়াটার্স’ প্রান্তিক সুবিধাবঞ্চিত নারীদের মাসিক স্বাস্থ্য সমতা নিশ্চিত করতে কাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে গত ২১ নভেম্বর মিরপুরের ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে জন্মান্ধ ও ক্ষীণদৃষ্টি সম্পন্ন কিশোরীদের নিয়ে জরিপ পরিচালনা করা হয়। জরিপটি তাদের শারীরিক প্রতিবন্ধকতা ও পিরিয়ডকালীন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রয়োজনীয় পলিসি এডভোকেসির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

Give Bangladesh Foundation’s ongoing project, ‘Uncharted Red Waters’ is working to ensure menstrual health equity for marginalized and underprivileged women. As part of this initiative, a survey was conducted on November 21 at the Baptist Mission Integrated School in Mirpur, targeting adolescent girls who are blind or visually impaired. This survey will play a crucial role in policy advocacy to address their physical limitations and challenges during menstruation.

 

#MenstrualEquity 

#PeriodPovertyAwareness #PeriodFriendlyWorld

#MarginalizedCommunities

#PolicyDialogue

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Designer Copy : জন্মান্ধ ও ক্ষীণদৃষ্টি সম্পন্ন কিশোরীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা ও সমতা নিশ্চিত করার লক্ষ্যে ‘আনচার্টেড রেড ওয়াটার্স’ গত ২১ নভেম্বর মিরপুরের ব্যাপটিস্ট মিশন ইন্টেগ্রেটেড স্কুলে একটি জরিপ পরিচালনা করে।

Pre-Intervention Survey in Lalmonirhat: 300 Households of Riverbed are Set to Access Clean Drinking Water

লালমনিরহাটে ডাবল প্ল্যাটফর্ম টিউবওয়েল ইন্সটলেশনের উদ্যোগ নিয়েছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। এই লক্ষ্যে উক্ত অঞ্চলে টিউবয়েল থেকে কাছাকাছি ও দূরবর্তী স্থানের বাসিন্দাদের দুই গ্রুপে বিভক্ত করে সম্প্রতি একটি জরিপ পরিচালিত হয়।

 

জরিপে প্রাপ্তবয়স্ক ৪ জন নারী, ৪ জন পুরুষ ও পঞ্চাশোর্ধ ২ জন ব্যক্তিসহ মোট ১০ জন অংশগ্রহণ করেন। 

 

জরিপের মাধ্যমে এলাকাবাসীর সুরক্ষায় বিশুদ্ধ পানি প্রাপ্যতা সংক্রাং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়াও উঠে এসেছে প্ল্যাটফর্মের অবস্থান, নিরাপত্তা, সুবিধা ও পানি সরবরাহ নিয়ে টিউবওয়েলের কাছে এবং দূরে বসবাসকারী জনগণের মতামত।

 

আপনাদের সহায়তায় ডাবল প্ল্যাটফর্ম টিউবওয়েল স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানি প্রাপ্তি নিশ্চিত করতে আমরা আশাবাদী। ইন্টারভেনশন পরবর্তী প্রথম বন্যার মৌসুমে আবারো জরিপ করে ইন্টারভেনশনের প্রভাবের তুলনামূলক বিশ্লেষণ করবো আমরা।

 

#ProjectOmbu

#SafeWaterForAll

#SafeWaterSafeFuture

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Poor Facilities in Menstrual Management Creating Acuse Health Crisis for Brothel-based Sex Workers: Survey Run by ‘Uncharted Red Waters’ in Daultadia

অর্থনৈতিক, সামাজিক  ও পারিবারিক বিভিন্ন  প্রতিকূলতার শিকার হয়ে আমাদের দেশের  অসংখ্য নারীর শেষ আশ্রয় হয় পতিতালয়ে।  শিক্ষা, স্বাস্থ্যসহ প্রায় সকল মৌলিক সুবিধা থেকে বঞ্চিত এই নারীরা মাসিক স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্য সমতা নিয়েও যথাযথভাবে অবগত নয়। পরিণতিতে তারা মাসিককালীন বিভিন্ন জটিলতার সম্মুখীন হন। সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর মাসিক-সংক্রান্ত প্রতিকূলতা নিয়ে কাজ করছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের চলমান প্রজেক্ট ‘আনচার্টেড রেড ওয়াটার্স’।

 

গত ২৩শে নভেম্বর রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় অবস্থিত যৌনপল্লীতে ‘আনচার্টেড রেড ওয়াটার্স’ একটি জরিপ পরিচালনা করে। এর মাধ্যমে মাসিক স্বাস্থ্য নিয়ে যৌনকর্মীদের বিচিত্র অভিজ্ঞতা, নানামুখী সমস্যা এবং প্রচলিত বিভিন্ন কুঃসংস্কারের চিত্র পাওয়া যায়। জরিপ থেকে প্রাপ্ত তথ্য এই নারীদের মাসিককালীন জটিলতা মোকাবিলায় প্রয়োজনীয় পলিসি এডভোকেসির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সাথে সুবিধাবঞ্চিত এই নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণে সহায়ক হবে।

 

In our society, many women end up in brothels as a last resort due to a lot of social, economic, and family adversities. These brothel-based sex workers, being  deprived of almost all basic facilities, including education and health, are also not properly informed about menstrual health security and menstrual health equality. As a result, they face various complications during menstruation. Give Bangladesh Foundation’s ongoing project ‘Uncharted Red Waters’ is working on the menstrual-related adversities of this disadvantaged community.

On November 23, ‘Uncharted Red Waters’ conducted a survey in the brothel located in Daulatdia, Rajbari. The survey provides a picture of the experiences of sex workers regarding menstrual health, various health issues that they face, and some prevailing prejudices. The information obtained from the survey will play an important role in the necessary policy advocacy to address the menstrual complications of these women and will be helpful in ensuring the health security of these disadvantaged women.

 

#MenstrualEquity

#PeriodPovertyAwareness #PeriodFriendlyWorld

#BedeCommunity 

#MarginalizedCommunities 

#PolicyDialogue

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Female Tea-Worker’s Menstrual Hardhsip Documented under ‘Uncharted Red Waters’

বাংলাদেশের দারিদ্র‍্যপীড়িত চা-শ্রমিকদের মধ্যে অর্ধেকই নারী, যারা মাসিক স্বাস্থ্যসুরক্ষা, মাসিক স্বাস্থ্য সমতা সম্পর্কে তেমন কোনো ধারণা রাখেন না। একারণে তাদেরকে প্রতিনিয়ত এ সংক্রান্ত নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের চলমান প্রজেক্ট ‘আনচার্টেড রেড ওয়াটার্স’ চা-শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মাসিক স্বাস্থ্যসুরক্ষা এবং জীবনমান উন্নয়নে পলিসি এডভোকেসি নিয়ে কাজ করছে।

 

তারই প্রেক্ষিতে গত ১৭ নভেম্বর শ্রীমঙ্গলের নারী চা-শ্রমিকদেরকে নিয়ে একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপে সুবিধাবঞ্চিত চা-শ্রমিক নারীদের মাঝে পিরিয়ডকালীন স্বাস্থ্যসুরক্ষায় করণীয়, আধুনিক স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার বা পিরিয়ড সম্পর্কিত বিভিন্ন রোগ সম্বন্ধে জানাশোনার অভাবের চিত্র উঠে আসে।

 

‘পিরিয়ড’ নারীর স্বাভাবিক জীবনচক্রের একটি অংশ। আপনাদের সহায়তায় সুবিধাবঞ্চিত এই নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণে আমরা কাজ করে যেতে চাই।

 

Half of the tea workers in Bangladesh are women, like those in Srimangal, who face menstrual health management challenges, including others. ‘Uncharted Red Waters,’ an ongoing project of Give Bangladesh Foundation, is providing policy advocacy to improve menstrual hygiene, menstrual health equity, and overall quality of life for women belonging to marginalized communities like these female tea workers.

 

In this context, on November 17, the Give Bangladesh Foundation surveyed female tea workers in Srimangal. The survey revealed a lack of awareness about proper menstrual health practices, the use of modern sanitary napkins, and health issues related to menstruation among disadvantaged female tea workers.

 

Menstruation is a natural part of a woman’s life cycle. Everyone’s support is crucial in raising awareness and ensuring menstrual health protection and equity for marginalized women during their menstrual periods.

 

#MenstrualEquity 

#PeriodPovertyAwareness #PeriodFriendlyWorld

#MarginalizedCommunities

#PolicyDialogue

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Designer’s copy : “সুবিধাবঞ্চিত চা-শ্রমিক নারীদের মাঝে পিরিয়ডকালীন স্বাস্থ্যসুরক্ষায় করণীয় সম্বন্ধে পর্যাপ্ত সচেতনতার অভাব দেখা যায়।

 

‘আনচার্টেড রেড ওয়াটার্স’ প্রজেক্ট সুবিধাবঞ্চিত নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা ও সমতা নিশ্চিতে পলিসি এডভোকেসি নিয়ে কাজ করছে।”

Survey on Bede Community’s MHM Situation: ‘Uncharted Red Waters’ Striving to Create Mentstrual Equity

গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের চলমান ‘আনচার্টেড রেড ওয়াটার্স’ প্রকল্পের অন্যতম লক্ষ্য– প্রান্তিক নারীদের জন্য মাসিক স্বাস্থ্য সমতা নিশ্চিত করা, যার মাঝে অন্যতম এই বেদে সম্প্রদায়। 

 

শিক্ষা-স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক চাহিদায় পিছিয়ে থাকা এই নারীদের মধ্যে মাসিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক অসচেতনতা বিদ্যমান। প্রায় ৯৫ শতাংশ বেদে নারীর মাসিক স্বাস্থ্য নিয়ে স্বচ্ছ কোনো ধারনা নেই। ফলে উনারা নানা রকম রোগের সম্মুখীন হচ্ছেন।  

 

গত ১৫ই নভেম্বর মুন্সিগঞ্জ জেলার সদর, তালতলা এবং সিরাজদিখান উপজেলায় অবস্থিত বেদেপল্লীতে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন একটি জরিপ পরিচালনা করে। জরিপে মাসিক স্বাস্থ্য নিয়ে তাদের মধ্যে সঠিক জ্ঞানের অভাব ও প্রচলিত বিভিন্ন কুঃসংস্কারের বাস্তব চিত্র উঠে আসে। 

 

নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষমতায়নের এই যাত্রায় সবসময়ের মত আপনারা আমাদের পাশে থাকবেন– এটাই আমাদের কাম্য।



One of the primary objectives of the ongoing ‘Uncharted Red Waters’ project by the Give Bangladesh Foundation is to ensure menstrual equity for all marginalized women including the Bede community.

 

These women, who are significantly lagging behind in areas such as education and healthcare, exhibit a concerning lack of awareness regarding menstrual health. Approximately 95% of Bede women have no clear understanding of menstrual hygiene, resulting in their vulnerability to various health issues.

 

On November 15, the Give Bangladesh Foundation conducted a survey in the Bede settlements located in Sadar, Taltala, and Sirajdikhan Upazilas of Munshiganj district. The survey revealed a significant lack of accurate knowledge about menstrual health as well as the prevalence of various superstitions.

 

As always, we hope you will stand by us on this journey, not only to raise awareness among yourselves but also to uplift these underserved communities.

 

#MenstrualEquity #PeriodPovertyAwareness #PeriodFriendlyWorld

#BedeCommunity #MarginalizedCommunities #PolicyDialogue

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

Underprivileged Female Teenagers of Another School Received MHM Awareness

বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৪ এর প্রতিপাদ্য- “আসুন, সবাই মিলে গড়ি, মাসিকবান্ধব পৃথিবী।”

 

প্রতিবছর মাসিকের কারণে উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকে কিংবা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে অস্বস্তিবোধ করে। মাসিক যাতে কোনো শিক্ষার্থীর পিছিয়ে পড়ার কারণ না হয়- সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট কন্যা। স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন পিছিয়ে পড়া কমিউনিটিতে মাসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছি আমরা।

 

গত ১০ সেপ্টেম্বর ঢাকার লালবাগের কে এম বশির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্কশপ নেয় প্রজেক্ট কন্যা। ওয়ার্কশপে ষষ্ঠ শ্রেণীর ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওয়ার্কশপে শিক্ষার্থীদের মাসিক শুরু হওয়ার সময় ও কারণ জানানো হয়। শিক্ষার্থীদের অবহিত করা হয় মাসিক যে কোন স্বাস্থ্যগত জটিলতা নয় বরং নিয়মিত মাসিক হওয়া একটি মেয়ের সুস্বাস্থ্যের লক্ষণ- এই বিষয়ে। শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে বিরাজমান বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন ধারণার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা হয় ওয়ার্কশপে। 

 

শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ওয়ার্কশপটি সম্পন্ন হয়। ওয়ার্কশপ শেষে কর্তৃপক্ষের কাছে প্রজেক্ট কন্যার তৈরি মাসিক স্বাস্থ্য সুরক্ষা বক্স “আপুনি কিট” হস্তান্তর করা হয়। 

 

#ProjectKonna

#NoShamePeriod

#KonnaForSafePeriod

#BreakTheTaboo

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

GBF striving on Ensuring Menstrual Equity for Women from All Stakes of the Society

একজন নারীর জন্য আর পাঁচটা শারীরবৃত্তীয় কাজের মতো পিরিয়ডও একটি। নিয়মিত মাসিক হওয়া যেখানে নারীর সুস্বাস্থ্যের লক্ষণ, সেখানে আজ এই সময়ে এসেও পিরিয়ড নিয়ে আলাপ- আলোচনায় চলে আসে জড়তা, আসে নানা বাধা-বিপত্তি ও কুসংস্কার। মাসিক স্বাস্থ্যবিধি সম্বন্ধে জানা ও মানা নিয়ে যেখানে মূলধারার নারীদেরই পোহাতে হয় হাজারটা ঝঞ্জাট, সেখানে চিন্তা করুন জন্মান্ধ কিংবা ক্ষীণদৃষ্টি একজন কিশোরীর মাসিককালীন ভোগান্তির কথা। 

 

একজন সাধারন কিশোরী তার মা, বড়বোন কিংবা পরিবারের কারো থেকে, অথবা পাঠ্যপুস্তক থেকে মাসিক সম্বন্ধে প্রাকধারণা পায়। ফলস্বরূপ প্রথম দিনটায় সে ভড়কে যায় না, মানসিকভাবে কিছুটা হলেও প্রস্তুত থাকে। অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধকতার কারণে দৃষ্টিজয়ী কিশোরীরা স্বভাবতই চাপা স্বভাবের হয়। সোশ্যাল ইন্টারেকশন এর ক্ষেত্রে পিছিয়ে থাকার দরুন মাসিকের ব্যাপারে তেমন কিছু জানা থাকে না। বই থেকে জানারও কোন উপায় নেই, কারণ মাসিক সম্বন্ধিত ব্রেইল বইয়ের অপ্রতুলতা। সুতরাং তাদের মাসিককালীন সময়টা দুর্বিষহ হয়ে ওঠে; যার প্রভাব দেখা যায় দৈনন্দিন কাজকর্ম ও মানসিক স্বাস্থ্যে। এক্ষেত্রে পরিবারের কাছের সদস্য কিংবা স্কুলের শিক্ষিকারা যদি খোলামেলা আলোচনা করেন তাহলে বিষয়টা অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। 

 

মাসিক সমতা বা মেন্সট্রুয়াল ইকুইটি নিশ্চিত করা যাবে তখনই, যখন এই ধারণাটি হবে ইনক্লুসিভ- অর্থাৎ অর্থনৈতিক, রাজনৈতিক এবং জাতিগত পরিচয় নির্বিশেষে  সমাজের সকল স্তরের নারীর মাসিক শিক্ষা, পণ্য, যত্ন, স্বাস্থ্যসেবা, পানি এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব হবে।  ইতোমধ্যে গিভ বাংলাদেশের প্রজেক্ট কন্যা আয়োজিত ইভেন্ট ‘দ্যুতি’র মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মাসিক স্বাস্থ্য সচেতনতামূলক ব্রেইল বই ও প্রয়োজনীয় পিরিয়ড সাপ্লাই বিতরণ করা হয়েছে। আয়োজন করা হয়েছে মাসিক স্বাস্থ্যজ্ঞান নিয়ে ওয়ার্কশপের। 

 

সম্প্রতি গিভ বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করছে “আনচার্টেড রেড ওয়াটার্সঃ এক্সপ্লোরিং মেনস্ট্রুয়াল ইক্যুইটি অফ সিলেক্টেড মার্জিনালাইজড কমিউনিটিজ ইন বাংলাদেশ থ্রু পলিসি অ্যান্ড অ্যাকশন” নামে নতুন একটি প্রকল্প নিয়ে, যার উদ্দেশ্য মাসিক-সংক্রান্ত ক্ষেত্রগুলোতে প্রান্তিক সম্প্রদায়ের নারীদের ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিত করা।

 

Period is just another physiological process for a woman. But as of today, despite regular periods being a sign of normalcy of a woman’s health, hesitations and superstition impede the discussions of period. In our country where mainstream women face complexity just to know about and maintain menstrual health, think about the hardships of a myopic or born-visually-impaired adolescent girl in her periods. 

 

Typically an adolescent girl gets the initial idea about menstruation from her mother, elder sister, other female family members or textbooks. She doesn’t get too scared during her first period, as she is somewhat ready mentally. On the contrary, visually impaired adolescent girls are, by nature, a little shy because of their physical disability. Due to the lack of exposure to social interactions, they have little to zero idea about menstruation. There’s no way to get information from books as well, because of the unavailability of braille content on menstrual health. Hence, period becomes relatively more difficult for them, the impact of which can be seen on their daily activities and mental health. In such times, if close family members or teachers hold discussions on menstruation, the matter becomes a lot easier for them.

Menstrual equity can be ensured only when the concept becomes inclusive– meaning that equitable access of menstrual education, supplies, care, healthcare, water and hygiene is ensured for women from all spheres of society irrespective of their social, economic, political, and ethnic identity. Give Bangladesh Foundation have already started working in this regard by distributing braille books on menstrual health awareness and necessary period supplies among visually impaired students in multiple educational institutions through the campaign ‘Dyuti’ arranged under Project Konna. Workshops on menstrual health knowledge have been held as well. 

 

In recent times, Give Bangladesh Foundation has also been working on “Uncharted Red Waters: Exploring Menstrual Equity of Selected Marginalized Communities in Bangladesh through Policy and Action”, a new project with the goal to ensure equitable access of women from marginalized communities to the period-related areas. 

 

#MenstrualEquity 

#PeriodPovertyAwareness 

#PeriodFriendlyWorld 

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে