এবার কিশোররাও হবে পিরিয়ড সচেতন। জানবে নারীস্বাস্থ্য বিষয়ে, ভাঙবে ট্যাবু।

নারীস্বাস্থ্য ও পিরিয়ড নিয়ে সচেতনতা তৈরিতে সবসময়ই নারী কিংবা কিশোরীদের অংশগ্রহণ দেখা যায়; তবে অজানাকে জানার জন্য, প্রচলিত ট্যাবু, ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য কিশোরদের  এই আলোচনায় সম্পৃক্ত করা সমান গুরুত্বপূর্ণ । Project Konna-এর নতুন উদ্যোগ ‘Campaign Agami’ এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে কিশোরদের জন্য একটি ব্যতিক্রমধর্মী কর্মশালার আয়োজন করা হয়।

 

গত ৭ নভেম্বর নীলক্ষেত উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেয় ৪৮ জন কিশোর। Sunnydale স্কুলের শিক্ষার্থীরা এটি পরিকল্পনা ও পরিচালনা করে, যেখানে কিশোরদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRH), বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন এবং তাদের নারী সহপাঠীদের প্রতি সহমর্মিতা গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

 

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল কিশোরদের মাঝে পিরিয়ড-সম্পর্কিত ভুল ধারণা দূর করা এবং নারী ও কিশোরীর এই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বোঝার জন্য তাদের প্রস্তুত করা। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা খোলামেলা আলোচনার সুযোগ পায় এবং কিশোর বয়সে প্রয়োজনীয় স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা সম্পর্কে ধারণা লাভ করে  | কিশোর-কিশোরীর মধ্যকার কৈশোর ও বয়ঃসন্ধি বিষয়ক সহমর্মিতা মূলক আলোচনা সমাজে সহানুভূতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে, যেখানে কোনো লিঙ্গ ভেদাভেদ থাকবে না। 

 

Sunnydale স্কুলের শিক্ষার্থীদের নেতৃত্বে এবং Project Konna-এর তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে কিশোরদের অন্তর্ভুক্তির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

#Sunnydale

#BreakTheTabooo

#ProjectKonna

#CampaignAgami

#EqualityStartsWithUnderstanding

 

সবার জন্য সুস্থতা; গত ১৮ জানুয়ারি ‘জয় সকল শিশুর’ শেল্টার হোমে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ৬৯ জন সুবিধাবঞ্চিত শিশুকে স্কিনকেয়ার সেবা প্রদান করা হয়।

গত ১৮ জানুয়ারি, ২০২৫ তারিখে ‘জয় সকল শিশুর’ শেল্টার হোমে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প যেখানে ৬৯ জন শিশুকে চর্মবিশেষজ্ঞ ডা. সাইমা নুদার, তাসলিমা খান এবং রুকাইয়া লিমার তত্ত্বাবধানে স্কিন কেয়ার সেবা প্রদান করা হয়।  

 

সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, শতকরা ২০-৩০ ভাগ শিশু শুধু ত্বকের রোগের কারণেই অসুস্থতায় ভোগে। শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের ত্বকের তুলনায় সংবেদনশীল হওয়ায় এবং বাংলাদেশে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে শিশুদের বিভিন্ন চর্মরোগের প্রাদুর্ভাব দেখা যায়। এছাড়াও, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা পূর্ণমাত্রায় সক্রিয় না থাকায় ত্বকের সংক্রামক ও অ্যালার্জিসহ প্রদাহজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রয়োজন শিশুদের প্রতি অধিক যত্নশীল হওয়া এবং তাদের চর্মরোগ সম্পর্কে সচেতন করা। কিন্তু একবার ভাবুন যৌনপল্লীতে জন্ম নেয়া শিশুদের ক্ষেত্রে এসব জানতে পারা কিংবা চিকিৎসা সুবিধা নেয়াটা কি ভীষণ কঠিন নয়? এই শিশুদের জীবন মূলধারার শিশুদের মতো নয়। সুস্বাস্থ্য কী তা জানার সুযোগ তাদের কাছে সীমিত, জানার পথেও থাকে নানাবিধ বাধা। এমন শিশুদের নিয়েই কাজ করে আসছে ‘প্রজেক্ট পথচলা”। এরই পরিপ্রেক্ষিত চর্মরোগ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ‘জয় সকল শিশুর’ শেল্টার হোম ও KKF পরিচালিত স্কুলের শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চর্ম সংক্রান্ত সমস্যার চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। 

 

KKF এর সহযোগিতায় এই কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

 

#HealthcareForAll

#ChildrenOfHope

#SkinDiseasePrevention

#MedicalCamp
#ProjectPothchola

#SocioEmotionalLearning

#Forwardtofuture

#GiveBangladesh 

#দেশেরপ্রতিটিপ্রান্তে

Source- https://bangla.thedailystar.net/life-living/news-575336

শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার মানোন্নয়নে সহায়তায় মাজেরচর, রাঙ্গাবালিতে একটি পরিবেশবান্ধব ব্রিজ নির্মাণের পূর্ব প্রস্তুতিমূলক পরিদর্শন সম্পন্ন করেছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন।

গত ১৮ই জানুয়ারী গিভ বাংলাদেশ ফাউন্ডেশন মাজেরচর, রাঙ্গাবালিতে একটি পরিবেশবান্ধব ব্রিজ নির্মাণের জন্য পূর্ব প্রস্তুতিমূলক পরিদর্শন 

সম্পন্ন করেছে। এসময় স্কুলের প্রধান শিক্ষক ও নির্মাণ দলকে সঙ্গে নিয়ে আলোচনা করা হয়। এ অঞ্চলের প্রায় ৭০ শিক্ষার্থী, যাদেরকে প্রতিদিন  এই খাল পার হয়ে স্কুলে আসতে হয়, ব্রিজের মাধ্যমে তাদের জন্য একটি নিরাপদ এবং সহজ পথ তৈরি করাই আমাদের প্রধান উদ্দেশ্য। 

 

এই ব্রিজটি লবণ-সহনশীল সিমেন্ট পিলার এবং কাঠের কাঠামো দিয়ে নির্মিত হবে, যা কম খরচে রক্ষণাবেক্ষণ করা যাবে। UCB ব্যাংক এর অর্থায়নে এবং KK Foundation- KKF এর সহয়তায় ফেব্রুয়ারি’র ১ম সপ্তাহ থেকে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।

 

মাজেরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব রুহুল আমিন এর মতে, “আমাদের শিশুদের স্বপ্নের সেতু হয়ে উঠবে আপনাদের এই উদ্যোগ।”

 

এটি শুধু শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা উন্নয়নেই নয়, বরং এলাকার উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্রিজটি দীর্ঘমেয়াদে কম খরচে রক্ষণাবেক্ষণ সম্ভব হবে এবং স্থানীয় উপকরণ ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করবে।

 

#UCB

#GiveBangladesh 

#KKFoundation

#দেশেরপ্রতিটিপ্রান্তে 

 

বাংলাদেশের নারী যৌনকর্মীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে চলেছে প্রজেক্ট কন্যা।

“আমরা কী কাম করছি জানার পর কেউ আমাগো দেহে না”- “ডাক্তার দেখান না কেন?” প্রশ্নের উত্তরে এমনটাই বলছিলেন এক ভাসমান যৌনকর্মী। এ দেশের ৯০% নারী যৌনকর্মীকেই চিকিৎসা সেবা পেতে হলে নানান রকম ভোগান্তি পোহাতে হয়। গাইনোকলজিক্যাল বিভিন্ন সমস্যাতেও তারা ডাক্তার দেখাতে চান না।

 

এজন্য ২০২৪ সাল থেকে প্রজেক্ট কন্যা মাসিক সাস্থ্য সচেতনতা বিষয়ে আয়োজিত ওয়ার্কশপগুলোতে একজন চিকিৎসকের মাধ্যমে তাদের মাসিক সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করার ব্যবস্থা করে আসছে। প্রজেক্ট কন্যার বিশেষ ক্যাম্পেইন ‘লাল ছাতা’র আওতায় গত ১ বছরে রাজধানী ঢাকার ৬১ জন ভাসমান যৌনকর্মীর মাসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ হয়েছে। 

 

‘ক্যাম্পেইন লাল ছাতা’ প্রজেক্ট কন্যার আওতাধীন বিশেষ একটি মাসিক স্বাস্থ্য সুরক্ষামূলক ক্যাম্পেইন, যা নারী যৌনকর্মীদের মাসিককালীন সমস্যা, অনিয়ন্ত্রিত জন্মনিরোধক বড়ি বা সুঁচ গ্রহণ, প্রজনন সংক্রান্ত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ মাসিককালীন পরিচ্ছন্নতা রক্ষা নিয়ে ২০২১ সাল থেকে কাজ করে চলেছে। এর পাশাপাশি যৌনকর্মীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে  অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলার মাধ্যমে এ পেশা থেকে বেরিয়ে আসতে কাজ করে যাচ্ছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন।

 

#ProjectKonna

#NoShamePeriod

#KonnaForSafePeriod

#BreakTheTaboo

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Campaign Cupvert: Converting Menstrual Challenges into Comfort using Menstrual Cups

নারীদের মাসিককালীন স্বাস্থ্য উন্নয়ন ও মেন্সট্রুয়াল কাপ ব্যবহারের গ্রহণযোগ্যতা নির্ধারণের লক্ষ্যে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজন করেছে “Campaign Cupvert: Converting Menstrual Challenges into Comfort using Menstrual Cups’।  এরই পরিপ্রেক্ষিতে আজ কয়রায় অনুষ্ঠিত হয়েছে নারীদের মাসিক স্বাস্থ্য নিয়ে জরিপ  এবং মেন্সট্রুয়াল কাপ ব্যবহারের নিয়ম ও উপকারিতা সম্পর্কিত কর্মশালা- যেখানে নারীরা জেনেছেন মেন্সট্রুয়াল কাপের ব্যবহার তাদের জীবনে কীভাবে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তথ্য বিতরণ করে অংশগ্রহণকারীদের কাপ প্রদান করার মাধ্যমে ক্যাম্পেইনের পাইলট পর্যায়ের যাত্রা শুরু হলো।

 

উপকূলীয় অঞ্চল হওয়ায় কয়রায় বরাবরই পরিচ্ছন্ন পানির অভাব, তাই কাপড় কিংবা রিইউজেবল প্যাড পরিষ্কার করে রাখা বেশ কষ্টসাধ্য। অপরদিকে স্যানিটারি প্যাড বেশ ব্যয়বহুল এবং ব্যবহারের পরে যেখানে সেখানে ফেললে কিংবা মাটিতে পুঁতে ফেললে তা পরিবেশের জন্য ক্ষতিকর- কেননা স্যানিটারি প্যাডের বেশিরভাগ অংশ অপচনযোগ্য।  মেন্সট্রুয়াল কাপ হতে পারে উল্লেখিত সমস্যাগুলোর একটি কার্যকর সমাধান; কারণ এটি পরিবেশবান্ধব, বেশি স্বাস্থ্যসম্মত, কম ব্যয়বহুল এবং অতিরিক্ত পানির প্রয়োজন হয়না।

 

আমাদের বিশ্বাস এই ক্যাম্পেইনের মাধ্যমে কয়রার নারীরা তাদের মাসিককালীন স্বাস্থ্যসুরক্ষায় আরও সচেতন হবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

 

To improve women’s menstrual health and assess the acceptability of menstrual cups, Give Bangladesh Foundation launched “Campaign Cupvert: Converting Menstrual Challenges into Comfort Using Menstrual Cups.” As part of the campaign, a survey on women’s menstrual health and a workshop on the benefits and proper use of menstrual cups was conducted today in Koyra – where women learned how the menstrual cup could bring a positive change in their lives. The pilot phase of the campaign commenced with knowledge sharing and the distribution of cups to the attendees.

 

Koyra, being a coastal region, often faces a shortage of clean water, making it challenging to maintain the hygiene of cloths or reusable pads. Sanitary pads, on the other hand, are quite costly and are harmful to the environment if disposed of or buried after use – as most components of the pad are not biodegradable.  Menstrual cups offer an effective solution to these problems as it is environment-friendly, requires less water to clean, more hygienic and less expensive.

 

We believe that through this campaign the women of Koyra will be more aware of their menstrual health and will be able to make the right choice.

 

#MenstrualHygiene 

#MenstrualHealth

#BreakTheTaboo

#WeAreTheChange

#CampaignCupVert

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

6th Cohort of Agricultural Facilitation Commences in Jamuna Riverbeds

 

কৃষকেরা আমাদের দেশের সত্যিকারের চালিকাশক্তি হওয়া সত্ত্বেও তাদের জীবন কাটে দুর্দশায়।

 

প্রান্তিক অঞ্চলের নিঃস্ব ও দরিদ্র কৃষকদের জীবনমানের দীর্ঘস্থায়ী উন্নয়ন সাধনে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে ‘প্রজেক্ট ফলন’। প্রজেক্ট ফলনের অধীনে চাষীদের আধুনিক ও ফলপ্রসূ চাষাবাদের উপায় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও কৃষিকাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ প্রদান করা হয়ে থাকে। প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক চাষীদের কাছে পৌঁছে যায় ‘প্রজেক্ট ফলন’ এবং জরিপ পরিচালনার মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২৪-২৫ মৌসুমের জন্য গত ১৩ই ডিসেম্বর, ২০২৪, গাইবান্ধার এরেন্ডাবাড়ির ৩৫০ জন কৃষকের তথ্য সংগ্রহ ও মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

প্রান্তিক এই কৃষকদের স্বাবলম্বী করতে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের ‘প্রজেক্ট ফলন’ সর্বদা সচেষ্ট।

 

#ProjectFolon 

#SustainableLivelihoodForFarmers 

#ZakatEligibility

#EnablingMarginalFarmers

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

Engaging Lives: Connecting Contributions: Another Impactful Year Went by

2024… A year of impact, resilience, and boundless hope!

 

This year, Give Bangladesh touched the lives of 1,45,369 beneficiaries, spreading warmth and igniting sparks of change across the country. Through disasters and challenges, we remained steadfast in our mission to empower communities and inspire progress. With every initiative and campaign, we sowed seeds of transformation and stepped toward a brighter, more inclusive future.

 

As we reflect on our achievements, we are more inspired than ever to continue creating lasting change. Together, let’s strive for an even more impactful 2025!

 

#Throwback2024

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Afiya and 77 Others Got Their Smiles Back, Thousands Awaiting

কাঠমিস্ত্রি বাবার ঘরে আফিফা যখন কাটা ঠোঁট নিয়ে জন্মগ্রহণ করেছিল, তখন তার পরিবারের অবস্থা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। একে তো আফিফার চিকিৎসার চিন্তা, সাথে যোগ হয়েছিলো কুসংস্কারাচ্ছন্ন প্রতিবেশীদের মন্তব্য। এমনকি ‘আফিফাকে মায়ের দুধ না খাইয়ে মেরে ফেলা শ্রেয়’ বলে পর্যন্ত মন্তব্য করেছিলেন অনেকে। কিন্তু এসব কথায় কান না দিয়ে আফিফার বাবা তার মেয়ের চিকিৎসার পথ খুঁজতে থাকেন। মাত্র দশ-হাজার টাকায় পাঁচজনের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, তার-উপর যোগ হয়েছিলো আফিফার অস্ত্রোপচারের অর্থ জোগাড়ের চিন্তা। তবু, হাল ছাড়েননি তিনি, মেয়ের চিকিৎসার পথ খুঁজে গিয়েছেন একমনে। 

 

ঠিক এ সময় ক্যাম্পেইন Thousand Smiles আফিফার পরিবারে আশার আলো নিয়ে আসে। এসপি গ্রুপের পৃষ্ঠপোষকতায়, জুলাই মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে আফিফার জীবন পরিবর্তনকারী এই সার্জারি সম্পন্ন হয়। আজ সে অন্য শিশুদের সাথে প্রাণখুলে হাসতে পারে। আফিফার মা তার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন তার মেয়ে বড় হয়ে “ম্যাডাম” হবে। পরিবারের সকলে এখন আফিফার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে। 

 

আমাদের চারপাশে ঠোঁট কাটা ও তালু কাটা এমন অনেক শিশু রয়েছে যারা অর্থাভাবে অস্ত্রোপচার সম্পন্ন করতে পারছে না। আপনি যদি এমন কোনো শিশু সম্পর্কে অবগত থাকেন তবে যোগাযোগ করুন আমাদের সাথে। শিশুটির প্রাণবন্ত হাসি ফিরিয়ে আনার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমাদের।

 

#CampaignThousandSmiles

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

Team GBF Gathers for the Annual Celebration: AGM 2024

On December 27th, 2024, Give Bangladesh Foundation (GBF) hosted the ‘Annual General Meeting 2024’ at the Muzaffar Ahmed Chowdhury Auditorium, University of Dhaka. The event brought together both current and newly recruited volunteers, as well as former members, whose presence we were honoured to have.

A comprehensive video presentation highlighted the impactful works done by the organization’s six active projects in 2024, alongside the remarkable events, including ‘Project Oxygen’ and ‘Emergency Response’ during the August-September flash flood. Through inspiring videos, the organization’s successes were reflected on, while the challenges encountered on the journey towards making a difference were also addressed. The event also served as a platform for GBF’s newly appointed Executive Director, Ahmed Fahmi, to outline the ambitious visions for 2025. There was a segment of interactive games that was successfully executed with the spontaneous participation of the volunteers, infusing the atmosphere with excitement and making the event more engaging. In recognition of exceptional dedication, some volunteers were honoured for their selfless contributions for the betterment of the country. Additionally, some former volunteers were presented with the prestigious ‘Lifetime Achievement Award’ for their unwavering support, which played a pivotal role in transforming seemingly impossible goals into tangible accomplishments. The event concluded by warmly welcoming Ahmed Fahmi as the new Executive Director and the Executive body for 2025.

This Annual General Meeting was a remarkable occasion of reunion, reflection, joy, and inspiration, underscoring the collective spirit that drives the remarkable achievements of Give Bangladesh Foundation.

 

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

‘বাংলাদেশে নির্বাচিত প্রান্তিক সম্প্রদায়ের মাসিক সমতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন

Source: somoyerkonthosor