কাঠমিস্ত্রি বাবার ঘরে আফিফা যখন কাটা ঠোঁট নিয়ে জন্মগ্রহণ করেছিল, তখন তার পরিবারের অবস্থা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। একে তো আফিফার চিকিৎসার চিন্তা, সাথে যোগ হয়েছিলো কুসংস্কারাচ্ছন্ন প্রতিবেশীদের মন্তব্য। এমনকি ‘আফিফাকে মায়ের দুধ না খাইয়ে মেরে ফেলা শ্রেয়’ বলে পর্যন্ত মন্তব্য করেছিলেন অনেকে। কিন্তু এসব কথায় কান না দিয়ে আফিফার বাবা তার মেয়ের চিকিৎসার পথ খুঁজতে থাকেন। মাত্র দশ-হাজার টাকায় পাঁচজনের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, তার-উপর যোগ হয়েছিলো আফিফার অস্ত্রোপচারের অর্থ জোগাড়ের চিন্তা। তবু, হাল ছাড়েননি তিনি, মেয়ের চিকিৎসার পথ খুঁজে গিয়েছেন একমনে। 

 

ঠিক এ সময় ক্যাম্পেইন Thousand Smiles আফিফার পরিবারে আশার আলো নিয়ে আসে। এসপি গ্রুপের পৃষ্ঠপোষকতায়, জুলাই মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে আফিফার জীবন পরিবর্তনকারী এই সার্জারি সম্পন্ন হয়। আজ সে অন্য শিশুদের সাথে প্রাণখুলে হাসতে পারে। আফিফার মা তার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন তার মেয়ে বড় হয়ে “ম্যাডাম” হবে। পরিবারের সকলে এখন আফিফার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে। 

 

আমাদের চারপাশে ঠোঁট কাটা ও তালু কাটা এমন অনেক শিশু রয়েছে যারা অর্থাভাবে অস্ত্রোপচার সম্পন্ন করতে পারছে না। আপনি যদি এমন কোনো শিশু সম্পর্কে অবগত থাকেন তবে যোগাযোগ করুন আমাদের সাথে। শিশুটির প্রাণবন্ত হাসি ফিরিয়ে আনার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমাদের।

 

#CampaignThousandSmiles

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে