কৃষকেরা আমাদের দেশের সত্যিকারের চালিকাশক্তি হওয়া সত্ত্বেও তাদের জীবন কাটে দুর্দশায়।
প্রান্তিক অঞ্চলের নিঃস্ব ও দরিদ্র কৃষকদের জীবনমানের দীর্ঘস্থায়ী উন্নয়ন সাধনে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে ‘প্রজেক্ট ফলন’। প্রজেক্ট ফলনের অধীনে চাষীদের আধুনিক ও ফলপ্রসূ চাষাবাদের উপায় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও কৃষিকাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ প্রদান করা হয়ে থাকে। প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক চাষীদের কাছে পৌঁছে যায় ‘প্রজেক্ট ফলন’ এবং জরিপ পরিচালনার মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২৪-২৫ মৌসুমের জন্য গত ১৩ই ডিসেম্বর, ২০২৪, গাইবান্ধার এরেন্ডাবাড়ির ৩৫০ জন কৃষকের তথ্য সংগ্রহ ও মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রান্তিক এই কৃষকদের স্বাবলম্বী করতে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের ‘প্রজেক্ট ফলন’ সর্বদা সচেষ্ট।
#ProjectFolon
#SustainableLivelihoodForFarmers
#ZakatEligibility
#EnablingMarginalFarmers
#GiveBangladesh
#দেশেরপ্রতিটিপ্রান্তে