Share Iftar with Underprivileged People
রমজানের মাহাত্ম্য কি? রমজানের শিক্ষা ত্যাগ ও সংযম, আর রমজানের মাহাত্ম্য হচ্ছে ত্যাগের আনন্দ বুঝতে শেখা। ত্যাগের আনন্দ শুধু তখনই বোঝা যায়- যখন আনন্দ ভাগ করতে শিখি আমরা। দ্রব্যমূলের উর্ধ্বগতি, অর্থনৈতিক অস্থিতিশীলতা- সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে দেশের নিম্নআয়ের মানুষদের। কোভিডের শুরু থেকে রমজান মাস ভিন্নমাত্রিক দুর্দশা নিয়ে হাজির হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। গত ৩ বছর ধরে ঢাকার বস্তিবাসী স্বল্পআয়ের শ্রমজীবী-পেশাজীবী, ঢাকার বাইরের বিভিন্ন সুবিধাবঞ্চিত গোষ্ঠী, বৈষম্যের শিকার শিশু ও নারী সহ দেশজুড়ে বিভিন্ন পিছিয়ে পড়া কমিউনিটির জন্য ইফতার আয়োজন করছি আমরা। আপনাদের সহায়তায় এখন পর্যন্ত ৬৪ জেলার ৭০,৩১৩ জন মানুষের সাথে ইফতার ভাগ করে নেয়ার সৌভাগ্য হয়েছে। এবছর জিনিসপত্রের দাম রীতিমতো আকাশছোঁয়া। মানসম্মত ইফতার তো দূর, নিম্নবিত্ত পরিবারগুলোর তিনবেলা খাওয়ার খরচ জোগাতেই ইদানীং নাজেহাল অবস্থা। আমরা তিনটি সংগঠন মিলে এবার ২০,০০০ মানুষের জন্য ইফতার বিতরণের লক্ষ্যে মাঠে নামছি। ভরসা একটাই- আপনারা পাশে আছেন! "এখন পাঁচশ টাকায় এক মুঠ বাজার করতে পারি না", বলছিলেন তিন সন্তানের মা রূপা আক্তার। (বিবিসি নিউজ বাংলা, ১ জানুয়ারী '২৩) রমজান মাস আসলেই আমার-আপনার বাসায় শুরু হয় ইফতার আইটেম নিয়ে নানান জল্পনাকল্পনা। কিন্তু যাদের প্রতিনিয়ত অনাহার-অর্ধাহারে থাকার যুদ্ধে সামিল হতে হয়, তাদের পক্ষে সাধারণ ইফতার আয়োজন করাই বিলাসিতা, বাহারি আইটেমের আলাপে না-ই গেলাম। বিভিন্ন পেশার নিম্নআয়ের এসব মানুষদের কাছে আমরা ইফতার পৌঁছে দিচ্ছি। ত্যাগ ও সংযমের মাস রমজানের অন্যতম আমল হলো দান-সদকা। আপনিও আপনার সহানুভূতি তাদের কাছে পৌঁছে দিতে পারেন- একজনের ইফতার মাত্র ১০০ টাকা!
bynuheen inPast Campaign, Project Pothchola