এবার কিশোররাও হবে পিরিয়ড সচেতন। জানবে নারীস্বাস্থ্য বিষয়ে, ভাঙবে ট্যাবু।

নারীস্বাস্থ্য ও পিরিয়ড নিয়ে সচেতনতা তৈরিতে সবসময়ই নারী কিংবা কিশোরীদের অংশগ্রহণ দেখা যায়; তবে অজানাকে জানার জন্য, প্রচলিত ট্যাবু, ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য কিশোরদের  এই আলোচনায় সম্পৃক্ত করা সমান গুরুত্বপূর্ণ । Project Konna-এর নতুন উদ্যোগ ‘Campaign Agami’ এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে কিশোরদের জন্য একটি ব্যতিক্রমধর্মী কর্মশালার আয়োজন করা হয়।

 

গত ৭ নভেম্বর নীলক্ষেত উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেয় ৪৮ জন কিশোর। Sunnydale স্কুলের শিক্ষার্থীরা এটি পরিকল্পনা ও পরিচালনা করে, যেখানে কিশোরদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRH), বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন এবং তাদের নারী সহপাঠীদের প্রতি সহমর্মিতা গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

 

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল কিশোরদের মাঝে পিরিয়ড-সম্পর্কিত ভুল ধারণা দূর করা এবং নারী ও কিশোরীর এই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বোঝার জন্য তাদের প্রস্তুত করা। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা খোলামেলা আলোচনার সুযোগ পায় এবং কিশোর বয়সে প্রয়োজনীয় স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা সম্পর্কে ধারণা লাভ করে  | কিশোর-কিশোরীর মধ্যকার কৈশোর ও বয়ঃসন্ধি বিষয়ক সহমর্মিতা মূলক আলোচনা সমাজে সহানুভূতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে, যেখানে কোনো লিঙ্গ ভেদাভেদ থাকবে না। 

 

Sunnydale স্কুলের শিক্ষার্থীদের নেতৃত্বে এবং Project Konna-এর তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে কিশোরদের অন্তর্ভুক্তির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

#Sunnydale

#BreakTheTabooo

#ProjectKonna

#CampaignAgami

#EqualityStartsWithUnderstanding

 

সবার জন্য সুস্থতা; গত ১৮ জানুয়ারি ‘জয় সকল শিশুর’ শেল্টার হোমে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ৬৯ জন সুবিধাবঞ্চিত শিশুকে স্কিনকেয়ার সেবা প্রদান করা হয়।

গত ১৮ জানুয়ারি, ২০২৫ তারিখে ‘জয় সকল শিশুর’ শেল্টার হোমে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প যেখানে ৬৯ জন শিশুকে চর্মবিশেষজ্ঞ ডা. সাইমা নুদার, তাসলিমা খান এবং রুকাইয়া লিমার তত্ত্বাবধানে স্কিন কেয়ার সেবা প্রদান করা হয়।  

 

সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, শতকরা ২০-৩০ ভাগ শিশু শুধু ত্বকের রোগের কারণেই অসুস্থতায় ভোগে। শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের ত্বকের তুলনায় সংবেদনশীল হওয়ায় এবং বাংলাদেশে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে শিশুদের বিভিন্ন চর্মরোগের প্রাদুর্ভাব দেখা যায়। এছাড়াও, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা পূর্ণমাত্রায় সক্রিয় না থাকায় ত্বকের সংক্রামক ও অ্যালার্জিসহ প্রদাহজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রয়োজন শিশুদের প্রতি অধিক যত্নশীল হওয়া এবং তাদের চর্মরোগ সম্পর্কে সচেতন করা। কিন্তু একবার ভাবুন যৌনপল্লীতে জন্ম নেয়া শিশুদের ক্ষেত্রে এসব জানতে পারা কিংবা চিকিৎসা সুবিধা নেয়াটা কি ভীষণ কঠিন নয়? এই শিশুদের জীবন মূলধারার শিশুদের মতো নয়। সুস্বাস্থ্য কী তা জানার সুযোগ তাদের কাছে সীমিত, জানার পথেও থাকে নানাবিধ বাধা। এমন শিশুদের নিয়েই কাজ করে আসছে ‘প্রজেক্ট পথচলা”। এরই পরিপ্রেক্ষিত চর্মরোগ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ‘জয় সকল শিশুর’ শেল্টার হোম ও KKF পরিচালিত স্কুলের শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চর্ম সংক্রান্ত সমস্যার চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। 

 

KKF এর সহযোগিতায় এই কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

 

#HealthcareForAll

#ChildrenOfHope

#SkinDiseasePrevention

#MedicalCamp
#ProjectPothchola

#SocioEmotionalLearning

#Forwardtofuture

#GiveBangladesh 

#দেশেরপ্রতিটিপ্রান্তে

Source- https://bangla.thedailystar.net/life-living/news-575336

শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার মানোন্নয়নে সহায়তায় মাজেরচর, রাঙ্গাবালিতে একটি পরিবেশবান্ধব ব্রিজ নির্মাণের পূর্ব প্রস্তুতিমূলক পরিদর্শন সম্পন্ন করেছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন।

গত ১৮ই জানুয়ারী গিভ বাংলাদেশ ফাউন্ডেশন মাজেরচর, রাঙ্গাবালিতে একটি পরিবেশবান্ধব ব্রিজ নির্মাণের জন্য পূর্ব প্রস্তুতিমূলক পরিদর্শন 

সম্পন্ন করেছে। এসময় স্কুলের প্রধান শিক্ষক ও নির্মাণ দলকে সঙ্গে নিয়ে আলোচনা করা হয়। এ অঞ্চলের প্রায় ৭০ শিক্ষার্থী, যাদেরকে প্রতিদিন  এই খাল পার হয়ে স্কুলে আসতে হয়, ব্রিজের মাধ্যমে তাদের জন্য একটি নিরাপদ এবং সহজ পথ তৈরি করাই আমাদের প্রধান উদ্দেশ্য। 

 

এই ব্রিজটি লবণ-সহনশীল সিমেন্ট পিলার এবং কাঠের কাঠামো দিয়ে নির্মিত হবে, যা কম খরচে রক্ষণাবেক্ষণ করা যাবে। UCB ব্যাংক এর অর্থায়নে এবং KK Foundation- KKF এর সহয়তায় ফেব্রুয়ারি’র ১ম সপ্তাহ থেকে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।

 

মাজেরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব রুহুল আমিন এর মতে, “আমাদের শিশুদের স্বপ্নের সেতু হয়ে উঠবে আপনাদের এই উদ্যোগ।”

 

এটি শুধু শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা উন্নয়নেই নয়, বরং এলাকার উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্রিজটি দীর্ঘমেয়াদে কম খরচে রক্ষণাবেক্ষণ সম্ভব হবে এবং স্থানীয় উপকরণ ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করবে।

 

#UCB

#GiveBangladesh 

#KKFoundation

#দেশেরপ্রতিটিপ্রান্তে