৩ সদস্যের ছোট্ট একটা পরিবার বসবাস করে চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারে। এই পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্য মাত্র ৭ মাস বয়সী আরোশী দাশ। অন্যান্য বাচ্চার মতন আরোশীর জন্মগ্রহণ উৎসবটি হওয়ার কথা ছিলো আনন্দ আর আয়োজনে ভরপুর। অথচ বাদ সাঁধলো শিশুটির ঠোঁট কাটা এবং তালু কাটা নিয়ে জন্মানো।

আনন্দ আর আয়োজনের স্থলে জায়গা পেল প্রতিবেশীদের ভর্ৎসনা। কুসংস্কারে জর্জরিত সমাজব্যবস্থা প্রতিনিয়ত বাবা-মা কে দায়ী করতে থাকলো। তাদের বিশ্বাস, গর্ভবতী অবস্থায় সূর্যগ্রহনের সময় ঘর থেকে বের হওয়াই শিশুর এরূপ অবস্থার জন্য দায়ী। অথচ ঠোঁট কাটা বা তালু কাটা রোগ সম্পূর্নই জন্মগত ত্রুটি। 

জন্মগতভাবে এ ধরনের ত্রুটি নিয়ে আসা শিশুদের অপারেশন আমাদের দেশে একটি ব্যয়বহুল প্রক্রিয়া। ২২০০০ টাকা মাসিক আয়ের একটি পরিবারের কাছে তাই এই অপারেশন রীতিমতো অসম্ভব পর্যায়ের। আরোশীর মত নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা শিশুদের একটি স্বাভাবিক এবং সুস্থ জীবন দেয়ার লক্ষ্যে নিয়ে Campaign Thousands Smile যাত্রা শুরু করে। 

আমাদের এবারের যাত্রায় SP Group এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে গত ৫ জুলাই আরোশীর অপারেশন করা হয়। এই অপারেশনের পর আরোশী নতুন হাসি হাসছে, এবং একটা নতুন জীবনের যাত্রা শুরু করেছে।

#CampaignThousandSmile

#GiveBangladesh 

#দেশেরপ্রতিটিপ্রান্তে