বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৪ এর প্রতিপাদ্য- “আসুন, সবাই মিলে গড়ি, মাসিকবান্ধব পৃথিবী।”

 

প্রতিবছর মাসিকের কারণে উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকে কিংবা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে অস্বস্তিবোধ করে। মাসিক যাতে কোনো শিক্ষার্থীর পিছিয়ে পড়ার কারণ না হয়- সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট কন্যা। স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন পিছিয়ে পড়া কমিউনিটিতে মাসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছি আমরা।

 

গত ১০ সেপ্টেম্বর ঢাকার লালবাগের কে এম বশির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্কশপ নেয় প্রজেক্ট কন্যা। ওয়ার্কশপে ষষ্ঠ শ্রেণীর ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওয়ার্কশপে শিক্ষার্থীদের মাসিক শুরু হওয়ার সময় ও কারণ জানানো হয়। শিক্ষার্থীদের অবহিত করা হয় মাসিক যে কোন স্বাস্থ্যগত জটিলতা নয় বরং নিয়মিত মাসিক হওয়া একটি মেয়ের সুস্বাস্থ্যের লক্ষণ- এই বিষয়ে। শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে বিরাজমান বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন ধারণার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা হয় ওয়ার্কশপে। 

 

শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ওয়ার্কশপটি সম্পন্ন হয়। ওয়ার্কশপ শেষে কর্তৃপক্ষের কাছে প্রজেক্ট কন্যার তৈরি মাসিক স্বাস্থ্য সুরক্ষা বক্স “আপুনি কিট” হস্তান্তর করা হয়। 

 

#ProjectKonna

#NoShamePeriod

#KonnaForSafePeriod

#BreakTheTaboo

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে