একজন নারীর জন্য আর পাঁচটা শারীরবৃত্তীয় কাজের মতো পিরিয়ডও একটি। নিয়মিত মাসিক হওয়া যেখানে নারীর সুস্বাস্থ্যের লক্ষণ, সেখানে আজ এই সময়ে এসেও পিরিয়ড নিয়ে আলাপ- আলোচনায় চলে আসে জড়তা, আসে নানা বাধা-বিপত্তি ও কুসংস্কার। মাসিক স্বাস্থ্যবিধি সম্বন্ধে জানা ও মানা নিয়ে যেখানে মূলধারার নারীদেরই পোহাতে হয় হাজারটা ঝঞ্জাট, সেখানে চিন্তা করুন জন্মান্ধ কিংবা ক্ষীণদৃষ্টি একজন কিশোরীর মাসিককালীন ভোগান্তির কথা। 

 

একজন সাধারন কিশোরী তার মা, বড়বোন কিংবা পরিবারের কারো থেকে, অথবা পাঠ্যপুস্তক থেকে মাসিক সম্বন্ধে প্রাকধারণা পায়। ফলস্বরূপ প্রথম দিনটায় সে ভড়কে যায় না, মানসিকভাবে কিছুটা হলেও প্রস্তুত থাকে। অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধকতার কারণে দৃষ্টিজয়ী কিশোরীরা স্বভাবতই চাপা স্বভাবের হয়। সোশ্যাল ইন্টারেকশন এর ক্ষেত্রে পিছিয়ে থাকার দরুন মাসিকের ব্যাপারে তেমন কিছু জানা থাকে না। বই থেকে জানারও কোন উপায় নেই, কারণ মাসিক সম্বন্ধিত ব্রেইল বইয়ের অপ্রতুলতা। সুতরাং তাদের মাসিককালীন সময়টা দুর্বিষহ হয়ে ওঠে; যার প্রভাব দেখা যায় দৈনন্দিন কাজকর্ম ও মানসিক স্বাস্থ্যে। এক্ষেত্রে পরিবারের কাছের সদস্য কিংবা স্কুলের শিক্ষিকারা যদি খোলামেলা আলোচনা করেন তাহলে বিষয়টা অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। 

 

মাসিক সমতা বা মেন্সট্রুয়াল ইকুইটি নিশ্চিত করা যাবে তখনই, যখন এই ধারণাটি হবে ইনক্লুসিভ- অর্থাৎ অর্থনৈতিক, রাজনৈতিক এবং জাতিগত পরিচয় নির্বিশেষে  সমাজের সকল স্তরের নারীর মাসিক শিক্ষা, পণ্য, যত্ন, স্বাস্থ্যসেবা, পানি এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব হবে।  ইতোমধ্যে গিভ বাংলাদেশের প্রজেক্ট কন্যা আয়োজিত ইভেন্ট ‘দ্যুতি’র মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মাসিক স্বাস্থ্য সচেতনতামূলক ব্রেইল বই ও প্রয়োজনীয় পিরিয়ড সাপ্লাই বিতরণ করা হয়েছে। আয়োজন করা হয়েছে মাসিক স্বাস্থ্যজ্ঞান নিয়ে ওয়ার্কশপের। 

 

সম্প্রতি গিভ বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করছে “আনচার্টেড রেড ওয়াটার্সঃ এক্সপ্লোরিং মেনস্ট্রুয়াল ইক্যুইটি অফ সিলেক্টেড মার্জিনালাইজড কমিউনিটিজ ইন বাংলাদেশ থ্রু পলিসি অ্যান্ড অ্যাকশন” নামে নতুন একটি প্রকল্প নিয়ে, যার উদ্দেশ্য মাসিক-সংক্রান্ত ক্ষেত্রগুলোতে প্রান্তিক সম্প্রদায়ের নারীদের ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিত করা।

 

Period is just another physiological process for a woman. But as of today, despite regular periods being a sign of normalcy of a woman’s health, hesitations and superstition impede the discussions of period. In our country where mainstream women face complexity just to know about and maintain menstrual health, think about the hardships of a myopic or born-visually-impaired adolescent girl in her periods. 

 

Typically an adolescent girl gets the initial idea about menstruation from her mother, elder sister, other female family members or textbooks. She doesn’t get too scared during her first period, as she is somewhat ready mentally. On the contrary, visually impaired adolescent girls are, by nature, a little shy because of their physical disability. Due to the lack of exposure to social interactions, they have little to zero idea about menstruation. There’s no way to get information from books as well, because of the unavailability of braille content on menstrual health. Hence, period becomes relatively more difficult for them, the impact of which can be seen on their daily activities and mental health. In such times, if close family members or teachers hold discussions on menstruation, the matter becomes a lot easier for them.

 

Menstrual equity can be ensured only when the concept becomes inclusive– meaning that equitable access of menstrual education, supplies, care, healthcare, water and hygiene is ensured for women from all spheres of society irrespective of their social, economic, political, and ethnic identity. Give Bangladesh Foundation have already started working in this regard by distributing braille books on menstrual health awareness and necessary period supplies among visually impaired students in multiple educational institutions through the campaign ‘Dyuti’ arranged under Project Konna. Workshops on menstrual health knowledge have been held as well. 

 

In recent times, Give Bangladesh Foundation has also been working on “Uncharted Red Waters: Exploring Menstrual Equity of Selected Marginalized Communities in Bangladesh through Policy and Action”, a new project with the goal to ensure equitable access of women from marginalized communities to the period-related areas. 

 

#MenstrualEquity 

#PeriodPovertyAwareness 

#PeriodFriendlyWorld 

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে