Project Folon: Expanding Horizons to Address Climate Challenge Issues in the Coast
লবণ-সহিষ্ণু ধান বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ শেষ হলো গতকাল। দুই দিনের প্রশিক্ষণের পর ২০ জন কৃষককে আজ লবণ-সহিষ্ণু ধান বীজ উৎপাদনের জন্য বীজ, জৈব সার এবং সংরক্ষণের জন্য ড্রাম প্রদান করা হয়েছে।
আমাদের দেশে এখন বিভিন্ন জাতের লবণ-সহিষ্ণু ধান বীজ পাওয়া গেলেও, নিজ নিজ এলাকায় সঠিকভাবে বীজ উৎপাদন করা গেলে, বীজ থেকে উৎপাদিত ফসলের গুনগুত মান আরো ভালো থাকে।
সেই প্রচেষ্টায় আমরা এই লবণ-সহিষ্ণু ধান বীজ উৎপাদনের প্রশিক্ষণ শুরু করেছি। এই প্রথম ব্যাচের ফিডব্যাক দেখে আমরা এই ধরণের প্রশিক্ষণ আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছি।
ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের দেশ অনেক ক্ষতিগ্রস্থ, আর এই অবস্থা এডাপ্ট করে সামনে এগিয়ে যাওয়া বেশি জরুরি। ক্লাইমেট-ভালনারেবল মানুষের পাশে আমরা আজ দাঁড়াতে না পারলে, দেশ হিসেবে আমরা নিজেরা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না।
আশা করি আমাদের এই উদ্যোগে সবাই আমাদের সাথে থাকবেন। এই উদ্যোগের বাস্তবায়ন সহযোগী LEDARS-Local Environment Development and Agricultural Research Society কে ধন্যবাদ।