গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের চলমান প্রজেক্ট ‘আনচার্টেড রেড ওয়াটার্স’ প্রান্তিক সুবিধাবঞ্চিত নারীদের মাসিক স্বাস্থ্য সমতা নিশ্চিত করতে কাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে গত ২১ নভেম্বর মিরপুরের ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে জন্মান্ধ ও ক্ষীণদৃষ্টি সম্পন্ন কিশোরীদের নিয়ে জরিপ পরিচালনা করা হয়। জরিপটি তাদের শারীরিক প্রতিবন্ধকতা ও পিরিয়ডকালীন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রয়োজনীয় পলিসি এডভোকেসির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

Give Bangladesh Foundation’s ongoing project, ‘Uncharted Red Waters’ is working to ensure menstrual health equity for marginalized and underprivileged women. As part of this initiative, a survey was conducted on November 21 at the Baptist Mission Integrated School in Mirpur, targeting adolescent girls who are blind or visually impaired. This survey will play a crucial role in policy advocacy to address their physical limitations and challenges during menstruation.

 

#MenstrualEquity 

#PeriodPovertyAwareness #PeriodFriendlyWorld

#MarginalizedCommunities

#PolicyDialogue

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Designer Copy : জন্মান্ধ ও ক্ষীণদৃষ্টি সম্পন্ন কিশোরীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা ও সমতা নিশ্চিত করার লক্ষ্যে ‘আনচার্টেড রেড ওয়াটার্স’ গত ২১ নভেম্বর মিরপুরের ব্যাপটিস্ট মিশন ইন্টেগ্রেটেড স্কুলে একটি জরিপ পরিচালনা করে।