শক্ত করি বাংলাদেশ!

বাংলাদেশের মানুষ এখন তীব্র উচ্ছ্বাস এবং আশা নিয়ে তাকিয়ে আছে নতুন দিগন্তের দিকে। 

দেশের প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সারাদেশের প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে সচেষ্ট। এই প্রচেষ্টায় উপকূলকে শক্তিশালী করার কোনো ‘বিকল্প নেই’, এবং যথাযথ প্রক্রিয়ায় বৃক্ষরোপণ জলবায়ু-ঝুঁকিতে থাকা উপকূলীয় প্রকৃতি ও জনগোষ্ঠীর জন্য অকল্পনীয় প্রভাব ফেলার সক্ষমতা রাখে। 

২০২০ সাল থেকে শুরু করে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট অক্সিজেন খুলনা ও সাতক্ষীরার সুন্দরবন ঘেঁষা অঞ্চলে ৫৩,৬০০ গাছ লাগিয়েছে। 

এবছর আমাদের লক্ষ্য ২০০,০০০ গাছ- খুলনার ডুমুরিয়াতে ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে কাজ।

আবার, আরেকবার, অনেকবার- বাংলাদেশের জন্য এগিয়ে আসবো আমরা সবাই, এই প্রত্যাশায়।

বিস্তারিত আসছে।