ভাসমান যৌনকর্মীদের পেশাগত পুনর্বাসনের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২১ সাল থেকে কাজ করছে প্রজেক্ট লড়াইয়ের আওতাধীন ক্যাম্পেইন “পূর্ব-পশ্চিম”।  প্রোফাইলিং এর মাধ্যমে এই নারীদের সার্বিক উন্নয়নের সূচক নির্ধারণ করা এই ক্যাম্পেইনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

 

গত ১৯ অক্টোবর মুগদায় ‘কল্যাণময়ী নারী সংঘ’ ট্রেনিং সেন্টারে ১৭তম ব্যাচের ৭ জন ট্রেইনির  প্রোফাইলিং সম্পন্ন হয়। প্রোফাইলিংয়ের এই ধাপটিতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবস্থা, পারিবারিক অবস্থা, প্রতিবন্ধী সদস্যের উপস্থিতি, মাসিক আয়-ব্যয়ের তারতম্য, পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন ব্যবস্থা যাচাই করা হয়।

 

এভাবেই ক্যাম্পেইন ‘পূর্ব পশ্চিম’ এই নারীদের জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতা বিবেচনায় এনে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে।