শীতার্ত অসহায় মানুষকে উষ্ণতার চাদরে আচ্ছাদিত করতে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও নিয়ে এলো বিনামূল্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ‘প্রজেক্ট কম্বল: উইন্টার ড্রাইভ ২০২৪-২৫’।

 

আমাদের এই উদ্যোগটির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা দরিদ্র ও অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেয়া হয়। স্বেচ্ছাসেবক, স্থানীয় সংগঠন ও দাতা-পৃষ্ঠপোষকদের সহযোগিতায় আমরা পৌঁছে যাই প্রত্যন্ত এলাকায়। গত ১১ বছরে দেশের ৪০টি জেলার বিভিন্ন অঞ্চলে ৫২,৭৯২টি কম্বল এবং ২৯,৬১৬টি শীতবস্ত্র বিতরণ করেছি আমরা।

 

আপনার অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও তৃণমূলের অভাবী মানুষদের কাছে আপনার উপহার পৌঁছে দেয়ার নিশ্চয়তা- আপনাদের আস্থা ও বিশ্বাসের ফলাফল ১১ বছর ধরে পেয়ে আসছে দেশের মানুষ।

 

‘প্রজেক্ট কম্বল: উইন্টার ড্রাইভ ২০২৪-২৫’- এর মাধ্যমে হাজারো শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আপনাদের সাহায্যই আমাদের পথ চলার পাথেয়। মাত্র ৩৫০ টাকার মাধ্যমে সহায়- সম্বলহীন এই মানুষগুলোর শীত লাঘব করতে সাহায্য পাঠাতে পারেন নিম্নলিখিত মাধ্যমে –

 

bKash: 01404111184 (Merchant) 

Nagad : 01779394909 (Merchant)

 

Bank AC No : 06933000780

Give Bangladesh Foundation

Satmasjid Road Branch, Bank Asia

Paypal: paypal.me/GiveBD

 

#GiveBangladesh

#ProjectKombol

#WinterDrive2024-25