উত্তরবঙ্গে বন্যা চলাকালীন সুপেয় পানির সংকট একটি দীর্ঘদিন ব্যাপী চলমান সমস্যা, যার সমাধানে কাজ করে যাচ্ছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের ‘প্রজেক্ট অম্বু’।

 

বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে সুপেয় পানির সু্যোগবঞ্চিত জনসংখ্যার দিক দিয়ে আমাদের অবস্থান বিশ্বে সপ্তম। প্রান্তিক জনগণের জন্য নিরাপদ খাবার পানি ব্যবস্থা করাকে লক্ষ্য রেখে ২০১৮ সাল থেকে প্রয়োজনের ভিত্তিতে ডাবল প্লার্টফর্ম টিউবওয়েল, রির্জাভয়ের, ডীপ টিউবওয়েলসহ বিভিন্ন অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিচ্ছে ‘প্রজেক্ট অম্বু’।

 

ইতোমধ্যে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জ এলাকায় ১২টি ডাবল প্লার্টফর্ম টিউবওয়েল স্থাপনের মাধ্যমে ২১৮৮টি পরিবারের( প্রায় ১০৯৪০ জন মানুষের) জন্য বছরব্যাপী খাবার পানির ব্যবস্থা করা হয়।

 

এই জেলাগুলোতে নিরাপদ পানির উৎস বৃদ্ধিতে বর্তমানে প্রব্লেম এনালাইসিস করছে প্রজেক্ট অম্বু। ফিজিবিলিটি স্টাডির সময় বেশকিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর নিয়ে কাজ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে-

 

  •  বন্যার সময়কাল
  • বিগত দশ বছরে সর্বোচ্চ পানি ওঠার রেকর্ড
  • বন্যাকালীন আশ্রয়কেন্দ্রের অবস্থান ও সংখ্যা
  • টিউবওয়েল বসানোর সম্ভাব্য স্থান
  • বন্যাকালীন পানি সংগ্রহের উৎস, ইত্যাদি

 

সুপেয় পানির সহজপ্রাপ্যতা ও পানিবাহিত রোগ থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রক্ষার্থে প্রতিজ্ঞাবদ্ধ প্রজেক্ট অম্বু উপরোক্ত বিষয়াবলিকে কেন্দ্র করে  তাদের প্রব্লেম এনালাইসিস কার্যক্রম অব্যাহত রেখেছে। 

 

শীঘ্রই উত্তরের আরো বন্যাদুর্গত এলাকায় নিরাপদ পানির দীর্ঘমেয়াদী উৎস নিয়ে পৌঁছে যাবো আমরা। পাশেই থাকবেন। 

 

#ProjectOmbu

#SafeWaterForAll

#SafeWaterSafeFuture

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে