লালমনিরহাটে ডাবল প্ল্যাটফর্ম টিউবওয়েল ইন্সটলেশনের উদ্যোগ নিয়েছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। এই লক্ষ্যে উক্ত অঞ্চলে টিউবয়েল থেকে কাছাকাছি ও দূরবর্তী স্থানের বাসিন্দাদের দুই গ্রুপে বিভক্ত করে সম্প্রতি একটি জরিপ পরিচালিত হয়।
জরিপে প্রাপ্তবয়স্ক ৪ জন নারী, ৪ জন পুরুষ ও পঞ্চাশোর্ধ ২ জন ব্যক্তিসহ মোট ১০ জন অংশগ্রহণ করেন।
জরিপের মাধ্যমে এলাকাবাসীর সুরক্ষায় বিশুদ্ধ পানি প্রাপ্যতা সংক্রাং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়াও উঠে এসেছে প্ল্যাটফর্মের অবস্থান, নিরাপত্তা, সুবিধা ও পানি সরবরাহ নিয়ে টিউবওয়েলের কাছে এবং দূরে বসবাসকারী জনগণের মতামত।
আপনাদের সহায়তায় ডাবল প্ল্যাটফর্ম টিউবওয়েল স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানি প্রাপ্তি নিশ্চিত করতে আমরা আশাবাদী। ইন্টারভেনশন পরবর্তী প্রথম বন্যার মৌসুমে আবারো জরিপ করে ইন্টারভেনশনের প্রভাবের তুলনামূলক বিশ্লেষণ করবো আমরা।
#ProjectOmbu
#SafeWaterForAll
#SafeWaterSafeFuture
#GiveBangladesh
#দেশেরপ্রতিটিপ্রান্তে