অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক বিভিন্ন প্রতিকূলতার শিকার হয়ে আমাদের দেশের অসংখ্য নারীর শেষ আশ্রয় হয় পতিতালয়ে। শিক্ষা, স্বাস্থ্যসহ প্রায় সকল মৌলিক সুবিধা থেকে বঞ্চিত এই নারীরা মাসিক স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্য সমতা নিয়েও যথাযথভাবে অবগত নয়। পরিণতিতে তারা মাসিককালীন বিভিন্ন জটিলতার সম্মুখীন হন। সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর মাসিক-সংক্রান্ত প্রতিকূলতা নিয়ে কাজ করছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের চলমান প্রজেক্ট ‘আনচার্টেড রেড ওয়াটার্স’।
গত ২৩শে নভেম্বর রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় অবস্থিত যৌনপল্লীতে ‘আনচার্টেড রেড ওয়াটার্স’ একটি জরিপ পরিচালনা করে। এর মাধ্যমে মাসিক স্বাস্থ্য নিয়ে যৌনকর্মীদের বিচিত্র অভিজ্ঞতা, নানামুখী সমস্যা এবং প্রচলিত বিভিন্ন কুঃসংস্কারের চিত্র পাওয়া যায়। জরিপ থেকে প্রাপ্ত তথ্য এই নারীদের মাসিককালীন জটিলতা মোকাবিলায় প্রয়োজনীয় পলিসি এডভোকেসির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সাথে সুবিধাবঞ্চিত এই নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণে সহায়ক হবে।
In our society, many women end up in brothels as a last resort due to a lot of social, economic, and family adversities. These brothel-based sex workers, being deprived of almost all basic facilities, including education and health, are also not properly informed about menstrual health security and menstrual health equality. As a result, they face various complications during menstruation. Give Bangladesh Foundation’s ongoing project ‘Uncharted Red Waters’ is working on the menstrual-related adversities of this disadvantaged community.
On November 23, ‘Uncharted Red Waters’ conducted a survey in the brothel located in Daulatdia, Rajbari. The survey provides a picture of the experiences of sex workers regarding menstrual health, various health issues that they face, and some prevailing prejudices. The information obtained from the survey will play an important role in the necessary policy advocacy to address the menstrual complications of these women and will be helpful in ensuring the health security of these disadvantaged women.
#MenstrualEquity
#PeriodPovertyAwareness #PeriodFriendlyWorld
#BedeCommunity
#MarginalizedCommunities
#PolicyDialogue
#GiveBangladesh
#দেশেরপ্রতিটিপ্রান্তে