প্রাকৃতিক দুর্যোগ এলে তা এক সময় শেষ হয়, কিন্তু এর প্রভাব থেকে যায় জীবন-জীবিকার প্রতিটি ক্ষেত্রে। সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। বন্যার পানিতে ধানের চারা নষ্ট হয়ে গেছে, ফলে ধান আবাদ করা দুঃসাধ্য হয়ে উঠেছে।
পরশুরামের এমন দুর্যোগকবলিত ১০০ কৃষকের ধান বোনার স্বপ্ন বুনতে পাশে দাঁড়িয়েছি আমরা। তাদের প্রত্যেককে দেয়া হয়েছে লেট আমন- ‘বিনা ১৭’ চারা, যা মৌসুমের পরেও রোপণ করা যায় এবং ৬০-৭০% ফলন নিশ্চিত করে। পাশাপাশি প্রতিজন পাচ্ছেন ৪৭ কেজি করে সার, যাতে কৃষিকাজ আবার সচল হয়ে ওঠে।
বন্যা পরবর্তী কার্যক্রমে আমাদের সাথে আছে এগ্রো-টেক পার্টনার হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স, ফিন্যানশিয়াল পার্টনার হিসেবে KK Foundation এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে OPAC.
#ProjectFolon
#SustainableLivelihoodForFarmers
#PostFloodRespons
#AgriStudentAllianceOrganization
Copy- বন্যাকবলিত ১০০ কৃষককে দেয়া হয়েছে লেট আমন- বিনা ১৭ চারা ও ৪৭ কেজি করে সার