তিন যুগের মধ্যে ভয়াবহতম বন্যার আঘাতে ফেনীর অন্যান্য খাতগুলোর মতো ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাতও। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ঘর-বাড়িতে বন্যার পানি প্রবেশ করে নষ্ট হয়ে গেছে বই-খাতাসহ প্রায় সকল শিক্ষা উপকরণ।
এরই পরিপ্রেক্ষিতে, MICLO’র পৃষ্ঠপোষকতায় গত ২৩ অক্টোবর আমরা ফেনীর পরশুরামের খন্ডল স্কুলে ২০৭ জন, বক্সমাহমুদ স্কুলের ১ম-৫ম শ্রেণীর ৩১৩ জন ও ৬ষ্ঠ-১০ম শ্রেণীর ৬০৬ জন, এবং খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ-১০ম শ্রেণীর ১৫৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ করেছি।
শিশু-তরুণদের শিক্ষামুখী করার এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ!
#PostFloodResponse
#GiveBangladesh
#দেশেরপ্রতিটিপ্রান্তে