“মাসিকের সময় অহন আর কাস্টোমার লই না, আফা। আফনেগো কথা হুইনা বুঝতে পারছি যে লোভ করলে নিজেগোই ক্ষতি”- ‘ক্যাম্পেইন লালছাতা’র ফলোআপ সেশনে এমনি ইতিবাচক কথা শোনা যায় ৩৫ বছর বয়সী ভাসমান যৌনকর্মী মিলা আক্তারের (ছদ্মনাম) মুখে।

সেশনে মিলা আরো জানান, কর্মশালা থেকে মাসিক স্বাস্থ্য বিষয়ে জানার পর তিনি পূর্বের মাসিককালীন অভ্যাস যেমন- একটানা ১২ ঘণ্টা প্যাড ব্যবহার, মাসিক চলাকালীন আমিষ জাতীয় খাবার না খাওয়া, ইত্যাদি থেকে দূরে সরে এসেছেন। এছাড়াও কর্মশালাতে মাসিকের সময়ে তলপেট ও কোমরের ব্যথা উপশমের জন্য যেই ব্যায়ামগুলো শেখানো হয়েছে, সেগুলোও তিনি নিয়মিত চর্চা করেন। 

 

মাসিক স্বাস্থ্য সম্পর্কিত দিক-নির্দেশনা, এবং মাসিককালীন অপরিচ্ছন্নতাজনিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে ভাসমান যৌনকর্মীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে ‘প্রজেক্ট কন্যা’র আওতাধীন ‘ক্যাম্পেইন লালছাতা’ কর্মশালার আয়োজন করে থাকে। গত ২২ জুন, ‘পূর্ব-পশ্চিম’ সেলাই প্রশিক্ষণ ক্যাম্পেইনের ৭ জন ভাসমান যৌনকর্মীকে নিয়ে ‘লালছাতা’’ ক্যাম্পেইনের ফলোআপ সেশন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, এই একই গ্রুপের জন্য মাসদুয়েক আগে মূল সেশন অনুষ্ঠিত হয়েছিলো।

 

মিলা আক্তারের মত ভাসমান যৌনকর্মীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই ‘ক্যাম্পেইন লালছাতা’ কাজ করে চলেছে। 

#CampaignLalchata

#ProjectKonna

#NoShamePeriod

#KonnaForSafePeriod

#BreakTheTaboo

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে