সম্প্রতি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যায় ফেনীর পরশুরাম উপজেলার পৌরসভা এলাকা এবং ৩ টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত নারীদের মাসিক স্বাস্থ্য নিয়ে বেসলাইন সার্ভে করতে গিয়ে দেখা যায়, সেখানকার মাত্র ৯ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল। এদের মধ্যে বেশিরভাগই এর সঠিক ব্যবহার সম্পর্কে জানেন না। এছাড়া বন্যার সময় নিরাপদ শৌচাগার ও পরিচ্ছন্ন স্যানিটারি ব্যবস্থা অপ্রতুল হওয়ায় তাদের মাসিক স্বাস্থ্য বজায় রাখা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে পড়ে।
বন্যা পরবর্তী মাসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকা নারীদের মাসিক ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব বর্জ্য নিষ্কাশন নিয়ে কাজ করছে ‘প্রজেক্ট কন্যা’।
এই কাজের অংশ হিসেবে আজ ১২২ জন নারীকে নিয়ে দিনব্যাপী কয়েকটি সেশনের মাধ্যমে মাসিক স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত ওয়ার্কশপের আয়োজন করা হয়। সেখানে TOT মড্যুলের মাধ্যমে লোকাল ভলান্টিয়ার দ্বারা সহজবোধ্য উপায়ে মাসিক সংক্রান্ত তথ্যাবলী যেমন: নিয়মতান্ত্রিকভাবে ন্যাপকিন ব্যবহারের উপায় এবং এর প্রয়োজনীয়তা তাদের মাঝে তুলে ধরা হয়েছে। ওয়ার্কশপ শেষে সকলের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। তাছাড়া সঠিক ডিসপোজাল সিস্টেম নিয়ে অজ্ঞতার কারণে অনেকেই ঠিকভাবে বর্জ্য নিষ্কাশন সম্পর্কে ওয়াকিবহাল নয়। তাদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার ও এর পরবর্তী বর্জ্য নিষ্কাশনের সঠিক পদ্ধতিটিও তুলে ধরা হয়।