আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্যমতে, প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন৷ জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে কর্মরত ক্যান্সার বিশেষজ্ঞ ড. নুসরাত হক এর মতে, স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার নিরাময়যোগ্য। তবে এর জন্য অবশ্যই প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ প্রয়োজন। 

 

নারীদেরকে মাসিক ও মাসিক চলাকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে কাজ করছে ‘প্রজেক্ট কন্যা’। এর অধীনে গত ৩০শে অক্টোবর, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহযোগিতায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম ও একটি সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীসহ প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন। এছাড়াও ৮৬ জনকে স্ক্রিনিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে ‘ক্যাম্পেইন জয়িতা’-র পথচলা শুরু করেছে।

 

স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পেইন জয়িতাকে সফল করার জন্য আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

 

#ProjectKonna

#NoShamePeriod

#KonnaforSafePeriod

#BreakTheTaboo

#GiveBangladesh

#দেশেরপ্রতিপ্রান্তে