প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার মত পর্যাপ্ত বনভূমি না থাকা বাংলাদেশের দুর্যোগপ্রবণতার অন্যতম কারণ। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি দুর্যোগে প্রতিবছর ক্ষতিগ্রস্থ হয় উপকূলীয় অঞ্চলের জনজীবন। প্রাকৃতিক দুর্যোগের এই বিরূপ প্রভাব ঠেকাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পরিকল্পিত বনায়ন করা এখন সময়ের প্রয়োজন। এই লক্ষ্যে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন নিয়ে এসেছে ‘প্রজেক্ট অক্সিজেন ৪.০’, যার অধীনে খুলনার ডুমুরিয়া অঞ্চলে দুই লক্ষ গাছ রোপণের মাধ্যমে ‘মিনি সুন্দরবন’ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। 

 

সবুজায়নের এই লক্ষ্য বাস্তবায়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশ্রগ্রহণের সুযোগ করে দিতে সকল খরচ সহ প্রতিটি গাছের মূল্য মাত্র ১৫ টাকা। ৩০ টাকা যদি হয়ে থাকে আপনার একবার যাতায়াতের রিকশা ভাড়া, তবে এই একবারের রিকশা ভাড়ার সমান টাকায় দুইটি গাছ দান করে আপনি পরিবেশের ভারসাম্য রক্ষায় আয়োজিত ‘প্রজেক্ট অক্সিজেন ৪.০’র অংশ হতে পারেন।

 

আমাদের সাহায্য পাঠাতে পারবেন নিম্নোক্ত মাধ্যমগুলোতে –

 

Bkash: 01404-111184 (Merchant) 

Nagad: 01779-394909 (Merchant)

 

Bank: 06933000780

Give Bangladesh Foundation 

Bank Asia, Satmasjid Road Branch 

 

Paypal: www.paypal.me/GiveBD

 

#ProjectOxygen

#শক্তকরিবাংলাদেশ 

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে