ঐ নূতনের কেতন ওড়ে, 

কাল বোশেখির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর।

                         – কাজী নজরুল ইসলাম

 

গত ১০ই নভেম্বর রাজধানীর কাওরানবাজারে অবস্থিত ‘দি এটেনশন নেটওয়ার্ক’ এ অনুষ্ঠিত হয়েছে নতুন যুক্ত হওয়া ভলান্টিয়ারদের অরিয়েন্টেশন প্রোগ্রাম। 

 

উইন্টার ড্রাইভ ২০২৪-২৫ এর মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন কিছু মুখ। এবার শুধু ঢাকা জেলাতেই নয়, বরং, ঢাকার বাইরে আরো ৭ টি বিভাগ থেকে নতুন অনেক উদ্যমী মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। গিভ বাংলাদেশে ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকল ভলান্টিয়ারদের জানাই আন্তরিক শুভেচ্ছা। 

 

২০১৩ সালে মাত্র ২ জন মানুষ নিয়ে শুরু করেছিলেন প্রজেক্ট কম্বল। কালের পরিক্রমায় আজ ২০২৪ সাল পর্যন্ত গিভ বাংলাদেশ ফাউন্ডেশনে কাজ করেছে ৮০০+ ভলান্টিয়ার। ১১ বছরের এই যাত্রায় আপনাদের সহায়তা আমরা পৌঁছে দিয়েছি হাজার হাজার অসহায় মানুষের কাছে। 

 

নূতনকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতায় নব উদ্যমে কাজের ক্ষেত্রকে প্রসারিত করতে আমরা বদ্ধপরিকর।

 

 

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে