বন্যা পরবর্তী ফেনীর পরশুরাম অঞ্চলে নারীদের মাঝে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে প্রজেক্ট কন্যা।
বেইজলাইন সার্ভে থেকে প্রাপ্ত তথ্যমতে, পরশুরামের অধিকাংশ নারীরই মাসিক স্বাস্থ্য বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই। ফলস্বরূপ, তারা মাসিক সংক্রান্ত বিভিন্ন জটিলতার সম্মুখীন হন।
স্বাস্থ্যঝুঁকিতে থাকা এই নারীদের মাসিক স্বাস্থ্য সম্পর্কে জানাতে গত ৮ অক্টোবর পরশুরামে মাসিক স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত ওয়ার্কশপের আয়োজন করা হয়। সুবারবাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ২৫৯ জন ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই কার্যক্রম। মাদ্রাসায় পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধার অভাব থাকলেও প্রিন্টেড ব্যানার এবং চিত্রের সাহায্যে ছাত্রীদের সাথে মাসিকের কারণ, বিভিন্ন কুসংস্কারের যৌক্তিক ব্যাখ্যা, এবং মাসিক চলাকালীন করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। ওয়ার্কশপ শেষে ছাত্রীদের মাঝে প্রজেক্ট কন্যার তৈরি মাসিক স্বাস্থ্যসুরক্ষা বক্স “আপুনি কিট” প্রদান করা হয়।
#ProjectKonna
#NoShamePeriod
#KonnaForSafePeriod
#BreakTheTaboo
#GiveBangladesh
#দেশেরপ্রতিটিপ্রান্তে