আচ্ছা একটা অনুমান করুন তো। ধরুন, আপনার স্থানীয় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং সব ধর্মের জ্ঞানী মানুষেরা যদি যার যার যায়গা থেকে গাছ রক্ষণাবেক্ষণের ধর্মীয় ও সামাজিক উপকারিতা সম্বন্ধে কথা বলেন, তাহলে এলাকাবাসীর মধ্যে গাছ বিষয়ে কোনো আচরণগত পরিবর্তন আসবে কিনা?

ওয়েল, প্রজেক্ট অক্সিজেন ৪.০ থেকে এই মেকানিজম বাস্তবায়ন করছি আমরা!

জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে উপকূলকে রক্ষা করার জন্য গিভ বাংলাদেশ ফাউন্ডেশন খুলনার ডুমুরিয়া এলাকায় প্রায় ২ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। আমরা শুধু গাছ লাগানোতেই বিশ্বাসী না, একটি গাছ বেড়ে উঠার জন্য যেসব প্রয়োজনীয় পরিচর্যা প্রয়োজন তার ব্যবস্থাও গ্রহণ করছি। গত ১৬ ই জুলাই ডুমুরিয়ায় স্থানীয় ইমাম এবং পুরোহিতদের সাথে আমরা একটা মিটিং এর আয়োজন করি। মিটিংয়ে গাছের উপকারিতা, গাছ রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়। গাছ রোপন করা, গাছের পরিচর্যা নিয়ে জনসচেতনতা তৈরী করার কাজ করবেন এখানকার ইমাম এবং পুরোহিতগণ। 

 

দেশ বা সমাজকে এগিয়ে নেয়ার জন্য, তার সুরক্ষার জন্য দেশের সকল মানুষের উচিত কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলা। আসুন পরিবেশকে নিঃশ্বাসযোগ্য, স্বাস্থ্যকর করে তুলতে অন্তত একটি করে গাছ লাগাই আমরা।

 

আমাদের সাহায্য পাঠাতে পারেন নিম্নোক্ত মাধ্যমে-

 

Bkash: 01404-111184 (Merchant) 

Nagad: 01779-394909 (Merchant)

 

Bank: 06933000780

Give Bangladesh Foundation 

Bank Asia, Satmasjid Road Branch 

 

Paypal: www.paypal.me/GiveBD

 

#ProjectOxygen

#শক্তকরিবাংলাদেশ 

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে