জরুরী স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে পরশুরামের ৭৪৪ জন বন্যাদুর্গত মানুষের কাছে!

 

বন্যার সর্বোচ্চ ক্ষতি হওয়া এলাকার তালিকায় উপরের দিকেই থাকবে ফেনীর পরশুরাম। বন্যা-পরবর্তী পরিস্থিতিতে পরশুরামবাসীকে পূর্ববর্তী অবস্থায় পুনর্বাসনের অংশ হিসেবে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজন করেছে মেডিক্যাল ক্যাম্প এবং মাসিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মশালা।

 

Prochesta Foundation ও KK Foundation এর সহযোগিতায় গত ৭ই সেপ্টেম্বর পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নে মা, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিক সহ ৬০০ মানুষকে জরুরী চিকিৎসাসেবা দেয়া হয়েছে। ৫ জন ডাক্তার এবং ৪ জন মেডিক্যাল স্টুডেন্টের সমন্বয়ে গঠিত টীমের মাধ্যমে এই সেবা দেয়া হয়, যেখানে ক্যাম্প শেষে রোগীদেরকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওষুধ তুলে দেয়া হয়, ওষুদের একাংশের অনুদানে ছিলো Ad-din Pharmaceuticals Limited. পাশাপাশি Pran-RFL গ্রুপের পৃষ্ঠপোষকতায় পানি ও স্যালাইন, এবং Reedisha Food & Beverage Limited এর পৃষ্ঠপোষকতায় বিস্কিট বিতরণ করা হয়। 

 

এছাড়াও, মাসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রাথমিক জরিপ পরিচালনা করার পর, একই সহযোগী সংগঠনসমূহের সাথে গত ৭ সেপ্টেম্বর পরশুরামের দুইটি ইউনিয়নের ১৪৪ জন কিশোরী-তরুণীদের কাছে স্যানিটারি সাপ্লাই ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিয়েছে প্রজেক্ট কন্যা টীম। উল্লেখ্য, স্থানীয় স্বেচ্ছাসেবীদের Training of Trainers (ToT) প্রদানের মাধ্যমে উক্ত সুবিধাভোগীদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। 

 

সকল পৃষ্ঠপোষক, সহযোগী সংস্থা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য। আগামীর দিনগুলোতেও আপনাদের পাশে পাওয়ার প্রত্যাশায়…

 

#FightAgainstFlood

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে