অক্সিজেন ৪.০ এর লক্ষ্য উপকূলীয় অঞ্চলে প্রায় ২ লাখ গাছ লাগানো। কিন্তু সেই গাছগুলো পরিচর্যা করবে কারা?
এই প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে আমাদের অন্যতম পদক্ষেপ “ক্লাইমেট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম”, যার উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্থানীয় শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো ও সচেতন করা। এই প্রোগামের মাধ্যমে মূলত শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানবে এবং গাছগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও যত্ন করবে।
ইতোমধ্যে আমরা চারটি স্কুল ও মাদ্রাসাকে যুক্ত করেছি এই প্রোগ্রামে।
বৃক্ষরোপণের এবারের উদ্যোগে আমাদের সাহায্য পাঠাতে পারেন নিম্নোক্ত মাধ্যমে-
Bkash: 01404-111184 (Merchant)
Nagad: 01779-394909 (Merchant)
Bank: 06933000780
Give Bangladesh Foundation
Bank Asia, Satmasjid Road Branch
Paypal: www.paypal.me/GiveBD
#ProjectOxygen
#শক্তকরিবাংলাদেশ
#GiveBangladesh
#দেশেরপ্রতিটিপ্রান্তে