“দুধ ন হাওয়াই আর পোলারে মারি ফালাইত হইয়্যি”, বলছিলেন চকরিয়া থেকে সন্তানকে ঠোঁট কাটার অপারেশন করাতে আনা এক মা। একজন বাবা বলছিলেন, তিনি শুনেছেন তালু কাটার অপারেশন করতে গিয়ে অনেক বাচ্চা মারা যায়। চন্দ্রগ্রহণ হোক কিংবা সূর্যগ্রহণ, গর্ভাবস্থায় মা বাইরে গেলেই সন্তান ঠোঁট কাটা হবে’- এমন অনেক অনেক কুসংস্কারের কুপ্রভাবও প্রান্তিক সমাজে পুরোপুরি বিদ্যমান।
এসমস্ত কুসংস্কারকে পেছনে ফেলে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের ১০ জন শিশুর জন্য গত ৫ জুলাই বিনামূল্যে ঠোঁট ও তালু কাটার অপারেশন করা হয়। SP Group এর পৃষ্ঠপোষকতায় এবং Lion’s Disability Care এর বাস্তবায়নে চট্টগ্রামের Surgiscope Hospital এ আমাদের ৭ম থাউজ্যান্ড স্মাইলস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়।
#CleftAwarenessMonth
#CampaignThousandSmiles
#GiveBangladesh
#দেশেরপ্রতিটিপ্রান্তে