Strengthening the Coast: 200,000 for the South: Initiative Underway

শক্ত করি বাংলাদেশ!

বাংলাদেশের মানুষ এখন তীব্র উচ্ছ্বাস এবং আশা নিয়ে তাকিয়ে আছে নতুন দিগন্তের দিকে। 

দেশের প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সারাদেশের প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে সচেষ্ট। এই প্রচেষ্টায় উপকূলকে শক্তিশালী করার কোনো ‘বিকল্প নেই’, এবং যথাযথ প্রক্রিয়ায় বৃক্ষরোপণ জলবায়ু-ঝুঁকিতে থাকা উপকূলীয় প্রকৃতি ও জনগোষ্ঠীর জন্য অকল্পনীয় প্রভাব ফেলার সক্ষমতা রাখে। 

২০২০ সাল থেকে শুরু করে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট অক্সিজেন খুলনা ও সাতক্ষীরার সুন্দরবন ঘেঁষা অঞ্চলে ৫৩,৬০০ গাছ লাগিয়েছে। 

এবছর আমাদের লক্ষ্য ২০০,০০০ গাছ- খুলনার ডুমুরিয়াতে ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে কাজ।

আবার, আরেকবার, অনেকবার- বাংলাদেশের জন্য এগিয়ে আসবো আমরা সবাই, এই প্রত্যাশায়।

বিস্তারিত আসছে।

Volunteer Recruitment Season 23-24 is Underway!

The most enlivening phase of the year is now at the door!

 

Give Bangladesh Foundation is ready to welcome a new cohort of volunteers. We are thrilled to announce the opening of our volunteer recruitment process for 2024.

 

From the onset of its journey, Give Bangladesh endeavors to ensure equity and inclusion. This makes the volunteer able to reach the core of the society, the people in need, and the impoverished community despite being itself a thankless job. In the path of vicissitude, we want to augment our contribution to society by enrolling the most dynamic and enthusiastic people in our team. We believe that it will bring a momentous change in the society with our new battalion.

 

So, why the delay and the dilemma? Apply now!

 

Form link: http://givebangladesh.com/apply-now/

Application Deadline: 11:59 pm, 13th October 2024.

 

#ApplyNow

#VolunteerRecruitment

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

GBF Signs a Memorandul of Understanding with ShareTrip, a leading online travel aggregator in Bangladesh

We are thrilled to announce a new partnership between Give Bangladesh Foundation and ShareTrip, Bangladesh’s leading online travel aggregator.

 

On 23rd September 2024, a Memorandum of Understanding (MoU) was signed by Parisa Shakur, Director of Give Bangladesh Foundation, and Faruque Ahmed, General Manager of Operations of ShareTrip. This partnership marks a significant step towards strengthening our efforts in providing rapid disaster response across Bangladesh, while also focusing on sustainable recovery initiatives.

 

This collaboration will be vital in rehabilitating the flood-affected people of Porshuram, Feni as part of our ongoing flood-relief efforts too.

 

We are grateful to ShareTrip for their commitment and look forward to making a positive impact together.

 

#MoUSigning

#ShareTrip

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে 

 

Emergency Post-Flood Health Camp Arranged for 500 People of Porshuram

জরুরী স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে পরশুরামের ৭৪৪ জন বন্যাদুর্গত মানুষের কাছে!

 

বন্যার সর্বোচ্চ ক্ষতি হওয়া এলাকার তালিকায় উপরের দিকেই থাকবে ফেনীর পরশুরাম। বন্যা-পরবর্তী পরিস্থিতিতে পরশুরামবাসীকে পূর্ববর্তী অবস্থায় পুনর্বাসনের অংশ হিসেবে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজন করেছে মেডিক্যাল ক্যাম্প এবং মাসিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মশালা।

 

Prochesta Foundation ও KK Foundation এর সহযোগিতায় গত ৭ই সেপ্টেম্বর পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নে মা, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিক সহ ৬০০ মানুষকে জরুরী চিকিৎসাসেবা দেয়া হয়েছে। ৫ জন ডাক্তার এবং ৪ জন মেডিক্যাল স্টুডেন্টের সমন্বয়ে গঠিত টীমের মাধ্যমে এই সেবা দেয়া হয়, যেখানে ক্যাম্প শেষে রোগীদেরকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওষুধ তুলে দেয়া হয়, ওষুদের একাংশের অনুদানে ছিলো Ad-din Pharmaceuticals Limited. পাশাপাশি Pran-RFL গ্রুপের পৃষ্ঠপোষকতায় পানি ও স্যালাইন, এবং Reedisha Food & Beverage Limited এর পৃষ্ঠপোষকতায় বিস্কিট বিতরণ করা হয়। 

 

এছাড়াও, মাসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রাথমিক জরিপ পরিচালনা করার পর, একই সহযোগী সংগঠনসমূহের সাথে গত ৭ সেপ্টেম্বর পরশুরামের দুইটি ইউনিয়নের ১৪৪ জন কিশোরী-তরুণীদের কাছে স্যানিটারি সাপ্লাই ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিয়েছে প্রজেক্ট কন্যা টীম। উল্লেখ্য, স্থানীয় স্বেচ্ছাসেবীদের Training of Trainers (ToT) প্রদানের মাধ্যমে উক্ত সুবিধাভোগীদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। 

 

সকল পৃষ্ঠপোষক, সহযোগী সংস্থা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য। আগামীর দিনগুলোতেও আপনাদের পাশে পাওয়ার প্রত্যাশায়…

 

#FightAgainstFlood

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

MHM Awareness & Facilitation Solution for 144 Flood-Victims

সম্প্রতি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যায় ফেনীর পরশুরাম উপজেলার পৌরসভা এলাকা এবং ৩ টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত নারীদের মাসিক স্বাস্থ্য নিয়ে বেসলাইন সার্ভে করতে গিয়ে দেখা যায়, সেখানকার মাত্র ৯ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল। এদের মধ্যে বেশিরভাগই এর সঠিক ব্যবহার সম্পর্কে জানেন না। এছাড়া বন্যার সময় নিরাপদ শৌচাগার ও পরিচ্ছন্ন স্যানিটারি ব্যবস্থা অপ্রতুল হওয়ায় তাদের মাসিক স্বাস্থ্য বজায় রাখা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। 

বন্যা পরবর্তী মাসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকা নারীদের মাসিক ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব বর্জ্য নিষ্কাশন নিয়ে কাজ করছে ‘প্রজেক্ট কন্যা’।

এই কাজের অংশ হিসেবে আজ ১২২ জন নারীকে নিয়ে দিনব্যাপী কয়েকটি সেশনের মাধ্যমে মাসিক স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত ওয়ার্কশপের আয়োজন করা হয়। সেখানে TOT মড্যুলের মাধ্যমে লোকাল ভলান্টিয়ার দ্বারা সহজবোধ্য উপায়ে মাসিক সংক্রান্ত তথ্যাবলী যেমন:  নিয়মতান্ত্রিকভাবে ন্যাপকিন ব্যবহারের উপায় এবং এর প্রয়োজনীয়তা তাদের মাঝে তুলে ধরা হয়েছে। ওয়ার্কশপ শেষে সকলের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। তাছাড়া সঠিক ডিসপোজাল সিস্টেম নিয়ে অজ্ঞতার কারণে অনেকেই ঠিকভাবে বর্জ্য নিষ্কাশন সম্পর্কে ওয়াকিবহাল নয়। তাদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার ও এর পরবর্তী বর্জ্য নিষ্কাশনের সঠিক পদ্ধতিটিও তুলে ধরা হয়।

#ProjectKonna

#NoShamePeriod

#KonnaForSafePeriod

#BreakTheTaboo

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Emergency Post-Flood Health Camp Arranged for 500 People of Porshuram

জরুরী স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে পরশুরামের ৭৪৪ জন বন্যাদুর্গত মানুষের কাছে!

 

বন্যার সর্বোচ্চ ক্ষতি হওয়া এলাকার তালিকায় উপরের দিকেই থাকবে ফেনীর পরশুরাম। বন্যা-পরবর্তী পরিস্থিতিতে পরশুরামবাসীকে পূর্ববর্তী অবস্থায় পুনর্বাসনের অংশ হিসেবে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজন করেছে মেডিক্যাল ক্যাম্প এবং মাসিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মশালা।

 

Prochesta Foundation ও KK Foundation এর সহযোগিতায় গত ৭ই সেপ্টেম্বর পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নে মা, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিক সহ ৬০০ মানুষকে জরুরী চিকিৎসাসেবা দেয়া হয়েছে। ৫ জন ডাক্তার এবং ৪ জন মেডিক্যাল স্টুডেন্টের সমন্বয়ে গঠিত টীমের মাধ্যমে এই সেবা দেয়া হয়, যেখানে ক্যাম্প শেষে রোগীদেরকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওষুধ তুলে দেয়া হয়, ওষুদের একাংশের অনুদানে ছিলো Ad-din Pharmaceuticals Limited. পাশাপাশি Pran-RFL গ্রুপের পৃষ্ঠপোষকতায় পানি ও স্যালাইন, এবং Reedisha Food & Beverage Limited এর পৃষ্ঠপোষকতায় বিস্কিট বিতরণ করা হয়। 

 

এছাড়াও, মাসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রাথমিক জরিপ পরিচালনা করার পর, একই সহযোগী সংগঠনসমূহের সাথে গত ৭ সেপ্টেম্বর পরশুরামের দুইটি ইউনিয়নের ১৪৪ জন কিশোরী-তরুণীদের কাছে স্যানিটারি সাপ্লাই ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিয়েছে প্রজেক্ট কন্যা টীম। উল্লেখ্য, স্থানীয় স্বেচ্ছাসেবীদের Training of Trainers (ToT) প্রদানের মাধ্যমে উক্ত সুবিধাভোগীদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। 

 

সকল পৃষ্ঠপোষক, সহযোগী সংস্থা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য। আগামীর দিনগুলোতেও আপনাদের পাশে পাওয়ার প্রত্যাশায়…

 

#FightAgainstFlood

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে